লাইসেন্সিং প্রক্রিয়ার জন্য একটি অনলাইন সফ্টওয়্যার ব্যবহার করা হবে, যা অ্যাপ এর মাধ্যমে ও পরিচালনা করা যাবে। এখানে গ্রাহক লাইসেন্সিং প্রক্রিয়ার সকল তথ্য, ফ্লো-চার্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগের অপশন পাবেন। গ্রাহক নিজে নিজেই আবেদন ফরম পূরণ ও অন্যান্য শর্তাবলী প্রতিপালন করার সুযোগ পাবেন। আবেদন নিষ্পত্তির পরবর্তীতে সারের আমদানীর তথ্য, গোডাউন ব্যবস্থাপনা, ডিলার কর্তৃক সার উত্তোলন ও মজুদের ব্যবস্থাপনা বা তদারকি সবই এই সফটওয়্যার এর মাধ্যমে করা যাবে। পাশাপাশি এই অ্যাপ এ কৃষক চাহিদা অনুযায়ী সারের নির্দেশনা পাবেন।