প্রকল্প সমূহ

Moble based agriculture marketing information dissemination system
কৃষি ও পল্লী ঋণ কার্যক্রম সহজিকরণ

শহুরে স্কুলগুলির জন্য পরিবহন শেয়ারিং


একটি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক সিস্টেম যার মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবকগণ তার সন্তানকে আনয়নের জন্য অন্য কোন সহপাঠীর অভিভাবকের গাড়ী ব্যবহার করতে পারবেন।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

রাজধানীতে সবচেয়ে বেশী ট্রাফিক জ্যাম দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশীরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাসে আসে। শিক্ষার্থীদের একটি বড় অংশ নিজেদের জন্য আলাদা গাড়ি ব্যবহার করে যার ফলে রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।

স্কুলগুলোতে নিজ গাড়ীতে করে সন্তান আনয়নকারী অভিভাবকদের মধ্যে একটি সমন্বিত নেটওয়ার্ক স্থাপন করে এই সমস্যার সমাধান করা হবে। এজন্য একটি সিস্টেম থাকবে যেটিতে একটি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে অভিভাবকগণ তার সন্তানকে আনয়নের জন্য অন্য কোন সহপাঠীর অভিভাবকের গাড়ী ব্যবহার করবেন। যার ফলে এক গাড়ীতে একাধিক শিক্ষার্থী যাবার কারণে নগরীতে গাড়ির চাপ ট্রাফিক জ্যাম কমবে। সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই ব্যবস্থা করা গেলে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং গাড়ী সরবরাহকারী ও নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ নির্দিষ্টভাবে তালিকাভুক্ত থাকবে। এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার উপর সবচেয়ে বেশী জোর দেয়া হবে।