প্রকল্প সমূহ

কৃষি ও পল্লী ঋণ কার্যক্রম সহজিকরণ
বিজ্ঞান শিক্ষায় শিক্ষা উপকরনের ভিডিও অনলাইনে। (মুক্তপাঠ)

অনলাইন সার ব্যবস্থাপনা


লাইসেন্সিং প্রক্রিয়ার জন্য একটি অনলাইন সফ্টওয়্যার ব্যবহার করা হবে, যা অ্যাপ এর মাধ্যমে ও পরিচালনা করা যাবে। এখানে গ্রাহক লাইসেন্সিং প্রক্রিয়ার সকল তথ্য, ফ্লো-চার্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগের অপশন পাবেন। গ্রাহক নিজে নিজেই আবেদন ফরম পূরণ ও অন্যান্য শর্তাবলী প্রতিপালন করার সুযোগ পাবেন। আবেদন নিষ্পত্তির পরবর্তীতে সারের আমদানীর তথ্য, গোডাউন ব্যবস্থাপনা, ডিলার কর্তৃক সার উত্তোলন ও মজুদের ব্যবস্থাপনা বা তদারকি সবই এই সফটওয়্যার এর মাধ্যমে করা যাবে। পাশাপাশি এই অ্যাপ এ কৃষক চাহিদা অনুযায়ী সারের নির্দেশনা পাবেন।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সার বিক্রয়ের লাইসেন্সিং প্রক্রিয়ায় আধুনিক ব্যবস্থাপনা এবং আইসিটির ব্যবহার না থাকায় আমদানী ও রপ্তানীকারকসহ অন্যান্য গ্রাহকদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে গ্রাহকদের স্বচ্ছ ধারনা না থাকায় এবং লাইসেন্সিং প্রক্রিয়ায় ভোগান্তি এড়াতে গ্রাহকদের কিছু অসাধু সরকারি কর্মচারীদের খপ্পরে পড়তে হয় এবং এখানে প্রায়শ অনিয়মের অভিযোগ শোনা যায়।

বিসিআইসি ও বিএডিসি সার ডিলার লাইসেন্স এর জন্য আবেদন, অনলাইন লাইসেন্সিং প্রক্রিয়া, সারের আমদানীর তথ্য, গোডাউন ব্যবস্থাপনা, ডিলার কর্তৃক সার উত্তোলন ও মজুদের ব্যবস্থাপনা বা তদারকিসহ আরও অনেক সেবা নিয়ে একটি অনলাইন সফটওয়্যার যা অ্যাপ এর মাধ্যমেও পরিচালনা করা যাবে।