সরকারি হিসাবে প্রায় এক কোটি অভিবাসী শ্রমিক আছেন পৃথিবীর বিভিন্ন দেশে। তাদের ঘাম জড়ানো অর্থে গড়ে উঠেছে আমাদের ২৯ বিলিয়নের রিজার্ভ। তাদের জন্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ ‘অভিবাসী কর্মীদের অনলাইন প্রশিক্ষণ’।
যথাযথ প্রশিক্ষণ ও কর্মদক্ষতার অভাবে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী শ্রমিকরা অন্য দেশের তুলনায় মজুরি কম। দূরশিক্ষণে তাদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। সে কারণে দেশে থাকাবস্থায় সরকারি অল্প প্রশিক্ষণের উপর কিংবা পরবর্তীতে কাজের অভিজ্ঞতার নির্ভর করতে হয় তাদের।
এ টু আই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের এই প্রকল্পে বিদেশগামীদের জন্য কোনও দূরশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে অনলাইনে প্রশিক্ষন কোর্সের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মতো আধুনিক ব্যবস্থা গড়ে তোলাও রয়েছে এই প্রকল্পের পরিকল্পনায়।