১. অতিরিক্ত কর আরোপ। ২. কর প্রদানে জনগণের অনীহা। ৩. কর নির্ধারণের মধ্যে দুর্নীতি। ৪. ভূমি মালিকদের করের হিসাব সংরক্ষণের অভাব।
১. ভূমি মালিকদের তালিকা তৈরী। ২. জমির মালিকানা অনুযায়ী ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারণ। ৩. প্রত্যেক ভূমি মালিককে তার দেয় করের পরিমাণ উল্লেখ করে নোটিশ ও মোবাইলে এসএমএস প্রেরণ এবং উপজেলা পোর্টালে প্রদান। ৪. ভূমি উন্নয়ন করের জন্য পাসবহি তৈরী ও মালিকদের কাছে হস্তান্তর। ৫. ভূমি উন্নয়ন কর আদায়ের পর পাসবহিতে জমা প্রদান। ৬. ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন এবং মালিকদের কর আদায়ের সুযোগ প্রদান। ৭. করদাতাদের মধ্যে সম্মাননা প্রদান।