প্রকল্প সমূহ

সহশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করণ
ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন

কৃষকের শস্য পর্যায় কার্ড


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কৃষক প্রতি বছর তার জমিতে একই ফসল (ধান-ধান) চাষ করছেন, এতে জমি পুষ্টি উপাদানের ভারসাম্য হারিয়ে ফেলছে এবংনিউট্রিয়েন্ট মাইনিং হচ্ছে।

১। কৃষকের জন্য শস্য পর্যায় কার্ড প্রণয়ন করা হবে। ২। প্রত্যেক কৃষকের প্রতিটি জমির মাটি পরীক্ষা করা হবে। ৩।মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রত্যেক জমির জন্য শস্য পর্যায় ও তার আলোকে কি পরিমাণ সার প্রয়োজন হবে তা কার্ডে লিখে দেয়া হবে। ৪। চার বছর পর পর নতুন শস্য পর্যায় কার্ড সরবরাহ করতে হবে।