1) শ্রেণিকক্ষে পর্যাপ্ত আসন ব্যবস্থায় পরিবর্তন না করা; 2) পাঠদানে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত না করা; 3) শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণে যেতে অনীহা; 4) ছাত্র-ছাত্রীদের মধ্যে বন্ধুত্বসুলভ আচরণ নাই।
১)প্রতিষ্ঠানেরসাথে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়(SMC/MMC/PTA/গণ্যমান্য ব্যক্তি)করে ত্রৈমাসিক মতবিনিময় সভা করা২)শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট করা৩)শিক্ষার্থীদের ভয় ভীতি থেকে দূরে রাখা৪)বাল্যবিবাহ নিরুৎসাহিত করা৫)বিজ্ঞান মেলার আয়োজন করা৬)সহ পাঠক্রমিক কার্যক্রম জোরদার করা৭)সুপেয় পানির ব্যবস্থা করা৮)স্কুল কার্য দিবসে জাতীয় সংগীত ও সমাবেশ৯)মধ্যাহ্ন টিফিনের ব্যবস্থা করা১০)শ্রেণী কক্ষে দলীয় আলোচনা করা১১)আচরণ বিজ্ঞান বিষয়ে পাঠদানে অভ্যস্থ করা