হঠাৎ কোন সমস্যা দেখা দিলে সকল কৃষককে তাৎক্ষনিকভাবে পরামর্শ দেওয়া সম্ভব হয়না। প্রাকৃতিক দূ্র্যোগ (বন্যা/ ক্ষরা/ জলোচ্ছাস) এবং বালাই আগমনের সময় ও সমাধান সম্পর্কে কৃষক আগাম তথ্য পায়না।
পাইলটিং হিসেবে তিনটি ব্লকের ৯০ জন চাষীর ফসল ভিত্তিক ডাটাবেস তৈরী। মাঠ জরিপ, আবহাওয়া ও জলবায়ূগত তথ্য সংগ্রহ, বিশ্লেষন ও তথ্য সুনির্দিষ্ট করণ । কৃষি পরামর্শ/সূনির্দিষ্ট তথ্য অতি দ্রুত এস এম এস এর মাধ্যমে মাঠ কর্মী ও কৃষককে অবগত করা এবং ওয়েবপোর্টালে হালনাগাদ তথ্য প্রদান করা। মাঠকর্মী কতৃক পরামর্শ বাস্তবায়নে মনিটরিং।