প্রকল্প সমূহ

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়ন
সহশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করণ

সঠিক সময়ে সঠিক বার্তা অধিক ফলনের নিশ্চয়তা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

হঠাৎ কোন সমস্যা দেখা দিলে সকল কৃষককে তাৎক্ষনিকভাবে পরামর্শ দেওয়া সম্ভব হয়না। প্রাকৃতিক দূ্র্যোগ (বন্যা/ ক্ষরা/ জলোচ্ছাস) এবং বালাই আগমনের সময় ও সমাধান সম্পর্কে কৃষক আগাম তথ্য পায়না।

পাইলটিং হিসেবে তিনটি ব্লকের ৯০ জন চাষীর ফসল ভিত্তিক ডাটাবেস তৈরী। মাঠ জরিপ, আবহাওয়া ও জলবায়ূগত তথ্য সংগ্রহ, বিশ্লেষন ও তথ্য সুনির্দিষ্ট করণ । কৃষি পরামর্শ/সূনির্দিষ্ট তথ্য অতি দ্রুত এস এম এস এর মাধ্যমে মাঠ কর্মী ও কৃষককে অবগত করা এবং ওয়েবপোর্টালে হালনাগাদ তথ্য প্রদান করা। মাঠকর্মী কতৃক পরামর্শ বাস্তবায়নে মনিটরিং।