যুব সংগঠন গঠনের ক্ষেত্রে গঠন প্রক্রিয়া (কার্যবিবরণী প্রস্তুত,গঠন তন্ত্র প্রণয়ন,আবেদনপত্র ইত্যাদি কাগজপত্র তৈরী)সম্পর্কে যুবদের সুস্পষ্ট ধারনা থাকে না। ফলে যুব সংগঠনের নামে ব্যাংক হিসাব খোলায় সমস্যা হয়। যুব সংগঠন তালিকাভুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা না থাকা আরেকটি সমস্যা।বারবার দপ্তরে আগমনের কারণে সময় ও অর্থের অপচয় হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের বিদ্যমান জনবল দিয়ে বেকারত্ব নিরসনকল্পে অধিক সংখ্যক আত্মকর্মী সৃষ্টি সম্ভব হয় না।
যুব সংগঠন গঠন,তালিকাভুক্তি/নিবন্ধনের ক্ষেত্রে কাগজপত্র প্রস্তুত করতে সংশ্লিষ্ঠ যুব সংগঠনকে সহায়তা করা হবে। ব্যাংক হিসাব খুলতে সংশ্লিষ্ট দপ্তর থেকে সরাসরি ব্যাংক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে যুব সংগঠনকে সহযোগিতা করা হবে। যুব সংগঠন কর্তৃক তালিকাভুক্তি/নিবন্ধনের আবেদনপত্র সহজে অনলাইনের মাধ্যমে জমা প্রদান করা যাবে। কার্যসম্পাদনের সময় সম্পর্কে এস এম এস এর মাধ্যমে যুব সংগঠনকে তাদের কাজের অগ্রগতি জানিয়ে দেওয়া হবে। যুব সংগঠনের সহযোগিতায় সংশ্লিষ্ট সংগঠনের বেকার যুবদের প্রশিক্ষণ প্রদান করে যুব ঋণ প্রদান নির্বিশেষে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে।