সংগঠন আবেদন ও আত্মকর্মসংস্থান সৃজন সম্পর্কে আবেদনকারী গণের অজ্ঞতা ও অসচেতনতা এবং সেবাদাতা প্রতিষ্টানের(UYDO Office)তথ্য সরবারাহ প্রক্রিয়ার অবাধ অনুপস্থিতির কারণে,একই সাথে সংশ্লিষ্টদের অসহযোগিতা,দায়িত্বহীনতা,তথ্য সংরক্ষণ প্রক্রিয়া,পর্যাপ্ত ফিডব্যাক এবং যথাযথ তদারকি না থাকার কারনে সেবা গ্রহীতা কাংখিত সেবা না পেয়ে বেশীরভাগ ক্ষেত্রে ভোগান্তির শিকার হন।
উদ্বুদ্ধকরনের মাধ্যমে যুব সংগঠন গঠন,তালিকাভুক্তি/নিবন্ধনের ক্ষেত্রে কাগজপত্র প্রস্তুত করতে সংশ্লিষ্ট যুব সংগঠনকে সহায়তা,ব্যাংক হিসাব খুলতে সহযোগিতা,ই-মেইল/উপজেলা ওয়েবপোর্টাল এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে আবেদনপত্র সহজে অনলাইনে জমা করা,ফিডব্যাক এস,এম,এস/টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেয়া এবং সংগঠনের বেকার যুবদের চাহিদা ভিত্তিতে অনলাইনে প্রশিক্ষণ আবেদন গ্রহণপূবর্ক যথাসময়ে প্রশিক্ষণ সমাপনান্তে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে ।