প্রকল্প সমূহ

যুব সংগঠন গঠন ও তালিকাভুক্তি/নিবন্ধন সহজীকরণ এবং সংগঠনের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃজন
মিস কেস নিষ্পত্তি সহজীকরণ

ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে যুব প্রশিক্ষণের আবেদনপত্র গ্রহণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রশিক্ষন বিজ্ঞপ্তি,প্রশিক্ষণ আবেদন ও যুব ঋণের প্রাথমিক আবেদনকারী গণের অজ্ঞতা ও অসচেতনতা এবং সেবাদাতা প্রতিষ্টানের(UYDO Office)তথ্য সরবারাহ প্রক্রিয়ার অবাধ অনুপস্থিতির কারণে,একই সাথে সংশ্লিষ্টদের অসহযোগিতা,দায়িত্বহীনতা,তথ্য সংরক্ষণ প্রক্রিয়া,পর্যাপ্ত ফিডব্যাক এবং যথাযথ তদারকি না থাকার কারনে সেবা গ্রহীতা কাংখিত সেবা না পেয়ে বেশীরভাগ ক্ষেত্রে ভোগান্তির শিকার হন।

এ কার্যালয়ের ওয়েবসাইট,উপজেলা ওয়েব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সাথে বিজ্ঞপ্তির কপি সংশ্লিষ্ট ইউডিসি সেন্টারে এবং ইউনিয়ন চেয়ারম্যান এর নিকট প্রেরণ করা হবে। অনলাইন পদ্ধতিতে যুবগন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি জানতে পারবে এবং সাথে সাথে তার পছন্দমত ট্রেডে অনলাইনে আবেদন করতে পারবে।একই সাথে প্রশিক্ষন শেষে যুবঋণের প্রাথমিক আবেদন করতে পারবে যার ফিডব্যাক উভয়ক্ষেত্রে পরবর্তি সময়ে মোবাইল ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।