প্রকল্প সমূহ

ইমারত নির্মাণ নকশা অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ
নাগরিকত্ব বা জাতীয়তা সনদ ইস্যু/প্রাপ্তি পদ্ধতি

উপজেলা অফিস সমুহে ডিজিটাল ষ্টাফ ম্যানেজমেন্ট


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

অফিস সমুহের প্রাক্তন ও বর্তমান ষ্টাফদের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায় না।  বিশেষভাবে প্রাক্তন ষ্টাফদের তথ্য প্রয়োজনে পাওয়া যায় না।  উপজেলার সকল ষ্টাফদের সমন্বিত তথ্য পাওয়া যায় না।

 ডিজিটাল ষ্টাফ ম্যানেজমেন্ট সফ্টওয়ার তৈরি করা (যা ইতোমধ্যেই ডেভলপড করা হয়েছে)।  সফ্টওয়ার -এ উপজেলার সকল অফিসের বর্তমান ও প্রাক্তন ষ্টাফদের ডাটা এন্ট্রি করা।  সফ্টওয়ার এর এক্সপোর্ট অপসনের মাধ্যমে সকল অফিসের ষ্টাফদের ডাটা উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা চেয়ারম্যানের দপ্তরে সরবরাহ করা।  উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা চেয়ারম্যানের দপ্তরের নির্দিষ্ট কম্পিউটরে সকল অফিসের ষ্টাফদের ডাটা ইম্পোর্ট করা।  কোন ষ্টাফ বদলী বা অন্য কোন কারনে অফিস ত্যাগ করলে ডাটাবেজ থেকে বাদ না দিয়ে অফিস ত্যাগের কারন ও তারিখ আপডেট করা।  সকল অফিসের ডাটা একত্রিতভূত হওয়ার পর প্রধান ডাটা (main)সকল অফিসে সরবরাহ করা