প্রকল্প সমূহ

প্রাণিসম্পদ উন্নয়ণ প্রযুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া ও তথ্য ডিজিটাল ফরমেটে রুপান্তর করে ইউডিসি পর্যায়ে সহজে প্রাপ্তি ও প্রদর্শণ এর ব্যবস্থা করা।
স্বল্প শিক্ষিত ও বিদেশ গমনেচ্ছু/প্রবাসী শ্রমজীবী মানুষের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট এর আবেদন পত্র পুরণে সহায়তা ও জমা কার্যক্রম সহজকিরণ।

প্রাণিসম্পদ উন্নয়ন প্রযুক্তি ও তথ্য ডিজিটাল ফরমেটে সহজে প্রাপ্তি নিশ্চিতকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রযুক্তিসমূহ হস্তান্তর প্রক্রিয়া ও এতদসংক্রান্ত তথ্যের সহজলভ্যতার অভাব। এর মূল কারণ প্রশিক্ষণের স্বল্পতা। প্রশিক্ষণের পর্যাপ্ত উপকরণের অভাব। প্রচলিত প্রশিক্ষণ পদ্ধতিতে স্বল্পসময়ে যে কোন প্রযুক্তি সামগ্রিকভাবে বোঝানো সম্ভবপর হয়ে উঠে না। জনবলের অভাবের কারণে সেবাপ্রদানে দীর্ঘসূত্রিতা ফলে সেবাগ্রহীতার ভোগান্তি। প্রযুক্তি সংক্রান্ত তথ্যাদি সহজলভ্যতার অভাব। সময় ও দূরত্বের কারণে সেবা গ্রহীতার অনাগ্রহ।

উন্নত প্রযুক্তিগুলি ডিজিটাল-এ রূপান্তর (অডিও ভিজ্যুয়াল ফরমেট, পিডিএফ, থ্রিজিপি) ও ইউডিসি তে প্রেরণ। ইউডিসি হতে *অগ্রাধিকার ভিত্তিক নির্বাচিত প্রযুক্তিসমূহ* (পরবর্তী স্লাইডে দেখানো হয়েছে) সহজে ও স্বল্পমূল্যে প্রাপ্তির নিশ্চয়তা। প্রযুক্তি প্রাপ্তির বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়নের জনসাধারণকে অবহিতকরণ। ইউডিসি এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সিডিউল মোতাবেক মাল্টিমিডিয়াতে প্রদর্শন এর ব্যবস্থাকরণ। প্রযুক্তি সংক্রান্ত প্রাপ্ত নূতন তথ্য দ্রুত পরবর্তীতে ইউডিসি তে প্রেরণ।