প্রকল্প সমূহ

প্রাণি সম্পদের বিকাশে টকিা প্রয়ােগ র্কমসূচী সহজপ্রাপ্য করা।
প্রাণিসম্পদ উন্নয়ন প্রযুক্তি ও তথ্য ডিজিটাল ফরমেটে সহজে প্রাপ্তি নিশ্চিতকরণ

প্রাণিসম্পদ উন্নয়ণ প্রযুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া ও তথ্য ডিজিটাল ফরমেটে রুপান্তর করে ইউডিসি পর্যায়ে সহজে প্রাপ্তি ও প্রদর্শণ এর ব্যবস্থা করা।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

উন্নত প্রযুক্তি সংক্রান্ত যথাযথ প্রশিক্ষণ বা এতদসংক্রান্ত তথ্য না জানার ফলে কৃষক/খামারী তাদের প্রাণিসম্পদ হতে আশানুরুপ উৎপাদন পাচ্ছেন না।

ই-লার্নিং/সেলফ লার্নিং এর জন্য নির্বাচিত কিছু উন্নত প্রযুক্তির বাস্তবায়ণ প্রক্রিয়ার ভিডিও, বই, লিফলেট ডিজিটাল ফরমেটে রুপান্তর করে ইউডিসিতে প্রেরণ ও প্রদর্শণ যাতে করে যেকেউ উক্ত প্রযুক্তিগুলি সম্পর্কে ধারণা লাভ করতে ও বাস্তবায়ণে আগ্রহী হয়। এছাড়াও প্রাণিসম্পদের বিভিন্ন সাব সেন্টার যেমন-ফিয়াক, ইউনিয়ন সেবা কেন্দ্রে স্বেচ্ছাসেবী কর্তৃক কৃষক/খামারীকে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া যাবে। পরবর্তীতে উক্ত আগ্রহী কৃষক/খামারীদের তথ্য সংরক্ষণ করে সমগ্র উপজেলার প্রাণিসম্পদ সংশ্লিষ্টদের একটি ডাটাবেজ তৈরী করা যাবে। এর ফলে প্রাণিসম্পদ সম্প্রসারণ কাযক্রম সহজতর ও ফলপ্রসু হবে। প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে এটি একটি অন্যতম ‘প্রশিক্ষণ টুল’ হিসেবে কাজ করবে। তাছাড়া বিভিন্ন জিও/এনজিও সংস্থা (যেমন-একটি বাড়ি একটি খামার প্রকল্প, ব্রাক, যুব উন্নয়ণ, মহিলা বিষয়ক দপ্তর) যারা আত্মকর্মসংস্থান/ঋণের জন্য স্থানীয়দের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে থাকেন এটি তাদের প্রশিক্ষণ কাযক্রমকে আরও ফলপ্রসু করবে।