প্রকল্প সমূহ

উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণের চাহিদা নিরূপন এবং চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদান
তালিকাভুক্ত খামারীর গাভী /বকনাকে কৃত্রিম প্রজনন সেবা প্রদান

স্বাস্থ্যসম্মত ও অধিক লাভজনক মাংস ও দুগ্ধ উৎপাদন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

অধিক মুনাফা অর্জনের মানসে এবং ভোক্তার অসচেতনতার সুযোগে গবাদিপ্রাণিকে অপ্রচলিত খাবার প্রদান করে, ক্ষেত্র বিশেষে ক্ষতিকর ঔষধ প্রয়োগ করে মাংস উৎপাদনের নামে জনস্বাস্থ্যহানিকর খারাপ কোলেষ্টেরলযুক্ত চর্বি বাড়িয়ে মোটাতাজা করণের নামে খারাপ কর্ম; গোচারণ ভূমি ও দক্ষতার অভাব, দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা ইত্যাদির কারণে দুগ্ধবতি গাভীকে স্বার্বক্ষণিক একই জায়গায় আবদ্ধ রাখার ফলে হাঁটু ও ক্ষুরে ব্যথা সৃষ্টি এবং তা নিরাময়ে ক্ষতিকর ব্যথানাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে দুধকে দূষিত করা এবং গবাদিপ্রাণির নিয়মিত বাচ্চা প্রদানের ক্ষমতা হ্রাস ।

জনস্বাস্থ্যবান্ধব ও লাভজনক গবাদিপ্রাণি মোটাতাজাকরণ কর্মে নিম্নেবর্ণিত কর্ম সমূহ সম্পাদন করা : (ক) ভোক্তা ও কৃষকের সচেতনতা বৃদ্ধিতে গণসমাবেশ সমূহে উপস্থিত থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রচার প্রচারণা (খ) কৃষক, ভোক্তা প্রতিনিধি, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও মিডিয়া কর্মীর জন্য সমন্বিত প্রশিক্ষণ (গ) মিডিয়া পার্টনার নির্বাচিত করে তার মাধ্যমে ব্যাপক প্রচার চালানো (উল্লেখ্য স্থানীয়ভাবে মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক সকালের খবর এবং জাতীয়ভাবে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনীধির সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়াছে) জনস্বাস্থ্যবান্ধব ও অধিক লাভজনক দুগ্ধ উৎপাদনে নিম্নেবর্ণিত কর্ম সমূহ সম্পাদন করা : (ক) কৃষকের সচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা ও প্রশিক্ষণ আয়োজন (খ) ভূমির সর্বোত্তম ব্যবহার (গ) খামারে বা কৃষকের আঙ্গিনার আয়তনের ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত গাভী পালন না করা (ঘ) কুসংস্কার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উন্নত পালন ব্যবস্থার প্রামাণ্য চিত্র প্রদর্শনী ইত্যাদি দ্বারা দুগ্ধবতী গাভীকে এক জায়গায় আবদ্ধ না রেখে হাঁটা চলা ও গোচারণভূমিতে বিচরণ নিশ্চিত করার মাধ্যমে গাভীর শারিরীক সক্ষমতা বৃদ্ধি করত: স্বাস্থ্য সম্মত দুধ ও বাচ্চা উৎপাদনের হার বৃদ্ধি করা।