প্রকল্প সমূহ

স্বাস্থ্যসম্মত ও অধিক লাভজনক মাংস ও দুগ্ধ উৎপাদন
প্রাণি সম্পদের বিকাশে টকিা প্রয়ােগ র্কমসূচী সহজপ্রাপ্য করা।

তালিকাভুক্ত খামারীর গাভী /বকনাকে কৃত্রিম প্রজনন সেবা প্রদান


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১/ সঠিক সময়ে হিট নির্ণয় করতে না পাড়া। ২/ দক্ষ জনবলের অভাব। ৩/ সিমেন সরবরাহের জন্য উন্নত মানের সিমেন ক্যারিয়ারের অভাব। ৪/নাইট্রোজেনের স্বপ্লতা। ৫/ সকল গাভীকে প্রজননের আওতায় আনা সম্ভব নয়। ৬/ অসচেতন কৃষক/খামারী। ৭/ রিপ্রডাক্টটিভ ডিজিজ (পায়ুমেট্রা,মেট্রাইটিজ)

ক) কৃষক/খামারীর ডাটাবেজ তালিকা তৈরী করে সংরক্ষণ। খ) প্রত্যেক কৃষক/খামারীর মোবাইল নম্বর সংরক্ষণ। গ) তালিকভুক্ত কৃষক/খামারীর গাভী/বকনাকে টেগ মার্ক দেওয়া এবং ডাটাবেইজে জাত ও বয়সসহ সংক্ষিপ্ত বিবরণ অন্তর্ভুক্ত করা হবে। ঘ) ডাটাবেইজের ভিত্তিতে সম্ভাব্য হিটে আসা গাভী/বকনাকে চিহ্নিতকরণ এবং হিটে আসার বিষয়ে চাষীকে এসএমএস প্রদান করে এলার্ট করা ঙ) হিটে আসার পর সিমেন প্রদান করা ও ইনসিমিনেটকৃত গাভী/বকনাকে চিহ্নিত করা এবং ৩ মাস পর তাকে পরীক্ষা করা ও ডাটাবেইজে তা অন্তর্ভুক্ত করে সম্ভাব্য বাচ্চা প্রসবের সময় (ইডিটি) বলে দেয়া। ইডিটির সময়ের পূর্বে কৃষককে আবার এসএমএস প্রদান করে এলার্ট করা। চ) বাচ্চা প্রসবের পর তা ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা এবং সময়ে সময়ে তা মনিটর করা। আপাততঃ একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন (পাইলটিং) করা হবে।