প্রকল্প সমূহ

উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণের চাহিদা নিরূপন এবং চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদান
স্বাস্থ্যসম্মত ও অধিক লাভজনক মাংস ও দুগ্ধ উৎপাদন

উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণের চাহিদা নিরূপন এবং চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদান


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ক) উপজেলার মৎস্যচাষী/মৎস্যজীবিদের হালনাগাদ ডাটাবেজ নেই। খ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিষয় এবং বাজেট নির্ধারিত থাকে ফলে সময়মত চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হয় না । গ) প্রশিক্ষণে ভাতা প্রদানের ব্যবস্থা থাকায় প্রশিক্ষণার্থীর সংখ্যা নির্ধারিত। ঘ) বছরের নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঙ) আর্থিক সুবিধা থাকায় স্বজনপ্রীতি/স্থানীয় রাজনৈতিক প্রভাব থাকার সম্ভাবনা থাকে। চ) বিদ্যমান জনবলের তথ্য প্রযুক্তি ব্যবহারে অনিহা।

সেবা গ্রহিতাদের ডাটাবেজ প্রস্স্তুত করার প্রয়োজনীয় সফটওয়ার ডেভেলপ করা। নিজস্ব জনবলকে কাজে লাগিয়ে (প্রযোজ্য ক্ষেত্রে আউটসোর্সিং এর মাধ্যমে) সেবা গ্রহিতাদের ডাটাবেজ প্রস্তুত করা। সেবা গ্রহিতার ব্যক্তিগত তথ্যাদি, সম্পদের তথ্যাদি, প্রশিক্ষণের প্যাকেজের তালিকা ইত্যাদি সম্বলিত অনলাইনে আবেদন ফরম প্রস্তুতকরণ এবং ওয়েব পোর্টাল/ ফেসবুক/ ইউডিসি এর সাথে লিংক স্থাপন। এই কার্যক্রম সম্পর্কে সভা/বৈঠক/স্থানীয় গণমাধ্যম/ব্যানার/পোস্টার এবং ওয়েব পোর্টাল/ফেসবুক/ইউডিসি লিংক এর মাধ্যমে ব্যাপক প্রচারণা। আবেদনকারীদের মধ্য থেকে চাহিদাভিত্তিক দল গঠন। প্রশিক্ষণ সূচি প্রণয়ন এবং প্রকাশ। মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদান এর ব্যবস্থা করা ।