প্রকল্প সমূহ

মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ
অনলাইনে ট্রেড লাউসেন্স প্রদান

মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১. ফিটনেস নবায়নের প্রক্রিয়া সম্পর্কে সকল শ্রেনীর মোটরযান মালিকের সম্যক ধারনা না থাকায় আবেদন দাখিলের পূর্বে কিছু মালিক মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন হয়ে প্রতারনার শিকার হন । ফিটনেস নবায়নের জন্য আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি সর্ম্পকে ধারনা না থাকায় গ্রাহককে একাধিকবার বিআরটিএ অফিসে যাতায়াত করতে হয়। ২. সচেতনতার অভাবে কিছু মোটরযান মালিক ফিটনেস মেয়াদ উর্ত্তীনের তারিখ ভুলে যান। ফলে একদিকে মালিক ট্রাফিক/মোবাইল কোর্টে মামলার সম্মুখীন হন অন্যদিকে ফিটনেস নবায়নে জরিমানা দিতে হয়।

ফিটনেস মেয়াদ উর্ত্তীণের ০৩(তিন) দিন পূর্বে সংশ্লিষ্ট মোটরযানের মালিককে ফিটনেস নবায়নের জন্য নিম্নোক্ত তথ্যসম্বলিত SMS প্রেরন করা হবে : ১. ফিটনেস মেয়াদ উর্ত্তীণের তারিখ, ২. ফিটনেস নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ৩. প্রয়োজনীয় সরকারী ফি ।