সকল স্থানে প্রয়োগযোগ্য তথ্য প্রযুক্তি সম্প্রসারণের অভাবে সঠিক সময়ে আধুনিক কৃষি বিষয়ক তথ্য পাওয়া যায় না। চাহিদা ভিত্তিক কৃষি উপকরণ বিশেষ করে মানসম্মত বীজের উৎস জানতে পারে না। কারণ, তথ্য প্রযুক্তিতে কৃষকের যোগাযোগে সীমাবদ্ধতা আছে। কৃষকের অসচেতনতা ও বীজ উৎপাদনের ক্ষেত্রে অজ্ঞতাও অন্যতম সমস্যা। উৎপাদিত বীজ সঠিক সময়ে উপযুক্তমূল্যে বিক্রি করতে পারে না। অসাধু বীজ ব্যবসায়ীদের দ্বারা বিভিন্ন কোম্পানীর নামে নিম্নমানের বীজের সরবরাহ করে থাকে। কৃষকের অজ্ঞতার কারণে মানসম্মত বীজ উৎপাদনকারী কৃষকের ন্যয্যমূল্য পাওয়া সম্ভব হয়না। সময়মত সমস্যার সমাধান না পাওয়ায় উৎপাদন কম এবং খরচ বেশি হয়। কৃষকদের অতিরিক্ত সময়, টাকা খরচ করে অনুন্নত উপকরন ও বীজ সংগ্রহ করতে হয়। অনেক সময় ভেজাল বীজ ব্যবহারের ফলে উৎপাদন অর্ধেক বা তারও কম হয়। অনেকসময় সংরক্ষিত বীজ দ্রুত নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে কৃষক ভাল বীজ উৎপাদনে অনাগ্রহ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
ক.মাঠ পর্যায়ে একই সময়ে এক এলাকার সকল (১০ বা ১৫ হেক্টর বা বেশি) জমিতে আধুনিক প্রযুক্তির বাস্তবায়ন যাতে রোগ পোকার আক্রমন ,উৎপাদন খরচকম এবং ফলন অনেক বেশি হবে। খ. কৃষকের জমির পাশে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনেক কৃষক নিয়ে ( জমিতে চারা রোপনের সময় ) আধুনিক প্রযুক্তির বিষয়ে কৃষকদের উদ্ধুদ্ধকরন করা হবে। গ. সফল কৃষকদের পরিচিতি ব্যাপকভাবে ( অনলাইনে) প্রচার করা হবে যাতে অন্য কৃষকগন বা সংশ্লিষ্ট কর্মকর্তার সহায়তায় তাদের সাথে যোগাযোগ করে উপকৃত হতে পারে। একইসাথে বাজার মূল্য/ পরিস্থিতি সকলে জানতে পারবে। ঘ. “Agrinetbd.com online data-based software development” সংশ্লিষ্ট মাঠ পর্যাযের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউডিসিতে সেবা প্রদানকারীর সহায়তায় বা প্রশিক্ষিত কৃষক নিজে ব্যবহার করতে পারবে। রেজিষ্ট্রেশনকৃত সকল কর্মকর্তা নিয়মিত Article ,তথ্য প্রদান করতে পারবে । তাছাড়া প্রতিটি কৃষি ব্লক হতে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন নিয়মিত ফসল রোপন/আবাদের পরিমান সংক্রান্ত তথ্য নিয়মিত আপডেট দিতে পারবে যা ইউনিয়ন,উপজেলা,জেলা এমনকি বিভাগীয় পর্যায়ে যোগফল হিসাবে দেখা যাবে। ঙ. BADC এর Contact Grower তৈরী এবং সফল বীজ উৎপাদনকারী কৃষকদের SCA কর্তৃক সার্টিফিকেট প্রদান করা ।