সেবা গ্রহিতাদের দূরত্বের কারনে উপজেলা সদরে এসে সেবা নিতে পারে না। উপজেলার দূরবর্তী গ্রামে গবাদি পশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছানো যায় না। ফলে সময়,অর্থ ব্যয় করে বার বার দূরবর্তী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এসে সেবা নিতে হয়।
দুরবর্তী গ্রামের তালিকা করে ভি.এফ.এ , স্থানীয় প্রাণিসম্পদ সার্ভিস প্রভাইডার ও ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় গবাদি পশু ও হাঁস-মুরগির মালিকদের কে ভ্যাকসিন ও চিকিৎসা সেবার তারিখ ও সময় মোবাইল এবং চিঠির মাধ্যমে জানানোর পর ইউ.এল.ও/ভি.এস এর নেতৃত্বে সিডিউল মোতাবেক সেবা ক্যাম্প পরিচালনা করা ।