প্রকল্প সমূহ

ফিংগার প্রিন্টের মাধ্যমে সিনিয়র নাগরিকদের স্বাস্থ্য সেবা প্রদান
ভূমি উন্নয়ন কর পরিশোধে হয়রানি লাঘব

ভূমি উন্নয়ন কর পরিশোধে হয়রানি লাঘব


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

"# জনগণ ভূমি উন্নয়ন করের প্রকৃত দাবী সঠিকভাবে জানতে না পারায় হয়রানীর শিকার হচ্ছে। # ভূমি উন্নয়ন কর পরিশোধে গ্রহাককে একাধিকবার আসতে হয়। # ভূমি উন্নয়ন কর পরিশোধে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়।"

"# বিদ্যমান সমস্যা সমাধানে একটি পাইলট প্রজেক্ট এর মাধ্যমে একটি মৌজা নির্বাচন করে ডাটাবেজ তৈরী করা। # ডাটাবেইজের মাধ্যমে সঠিক দাবী নির্ধারণ করা। # অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না ফলে হয়রানি কমবে। # নির্ধারিত দাবী লিখিত পত্র ও SMS এর মাধ্যমে গ্রহাককে জানিয়ে দেয়া। # পাশবই প্রদানের মাধ্যমে ভূমি উন্নয়ন করের হালনাগাদ তথ্য সংরক্ষণ।"