উপজেলার ৫০ হাজারের বেশি ভূমি মালিক প্রকৃত ভূমি উন্নয়ন কর জানা না থাকায় ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে অহেতুক জতিলতা, অতিরিক্ত অর্থ ব্যায়সহ নানামুখী হয়রানীর শ্বিকার হতে হয়। কিশোরগঞ্জ উপজেলায় প্রায় ৫০০০০ হোল্ডিং ধারীকে এ সমস্যার সম্মুখিন হতে হয়।
প্রতিটি ভুমি মালিককে তার জমির ব্যবহার ভিত্তিক খাজনা নির্ধারণ করে কার্ডের মাধ্যমে এবং SMS মাধ্যমে ভুমি মালিককে তার ভূমির কর জানিয়ে দেওয়া যার ফলে গ্রাহকের ভূমি কর প্রদানে অহেতুক জটিলতা অতিরিক্ত অর্থ ব্যয় ও হয়রানী থেকে রক্ষা পাবে।