প্রকল্প সমূহ

নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রাপ্তি সরলীকরণ ও সহজীকরণ
শিক্ষার্থীদের অনুপস্থিতির তথ্য মোবাইলে অভিভাবকদের অবহিত করা।

নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সেবা প্রদান পদ্ধতি সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><strong>বিদ্যমান সমস্যা :</strong></p> <p>বাংলাদেশে নারী নির্যাতনের হার প্রকট</p> <p>মধ্যস্থতাকারীদের দৌরাতœ</p> <p>ন্যায় বিচার হতে বঞ্চিত।  </p> <p><strong>সমস্যাটির মুল কারন?</strong></p> <p>শিক্ষা ও সচেতনতার অভাব।</p> <p>দারিদ্র্য</p> <p>আইনী সহায়তা প্রাপ্তির বিষয়ে অজ্ঞতা।</p> <p>আইন সম্পর্কে অজ্ঞতা।</p> <p>পুরুষতান্তিক সমাজ ব্যবস্থা।</p> <p>নারীদের  প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গী ।</p> <p>ধর্মীয় গোড়ামী।</p>

<p>আমাদের দেশে তৃনমুল পর্যায়ের অধিকাংশ নারী শিক্ষার আলো থেকে বঞ্চিত ও দারিদ্য্রের কষাঘাতে জর্জরিত। এসব নির্যাতিত নারীরা আইনি সহায়তা ও সেবা প্রাপ্তি সম্পর্কে অজ্ঞ। অধিকাংশ নির্যাতনের শিকার হয়ে স্থানীয় মধ্যস্থতাকারীদের দৌারাতেœর কারণে প্রায়শই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তাই  নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সভা অনুষ্ঠান এবং বিদ্যমান আইন ও আইনি সহায়তা প্রাপ্তির বিষয়ে লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন করা হবে। এছাড়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ সেলে অভিযোগ দায়েরের জন্য সহজ ও  সুনিদিষ্টি আবেদন ফরমেট তৈরী ,তথ্য বাতায়নে আবেদন পত্রের ফরমেট আপলোড, ইউনিয়ন তথ্য কেন্দ্রের মাধ্যমে আবেদন পত্রের ফরমেট সম্পর্কে জনগনকে অবগত করা হবে। মোবাইলের মাধ্যমে জানানো হবে এবং হেল্প ডেস্ক স্থাপন করা হবে। এর ফলে  নির্যাতিত নারীরা সহজেই সেবা পাবেন।</p>