<p>ক) শির্ক্ষাথীরা নিয়মিত ক্লাস করছে কিনা অভিভাবকগণ সঙ্গে সঙ্গে জানতে পারেন না।<br /> খ। শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেয়ার এমনকি অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার প্রবনতা দেখা যায় । <br /> গ। অভিভাবকগণ শিক্ষার্থীদের শিক্ষা প্রাপ্তি সম্পর্কে পুরোপরি সচেতন নন।</p> <p>১) স্কুল কর্তৃক শিক্ষার্থীদের অনুপস্থিতির তথ্য সঙ্গে সঙ্গে অভিভাবককে না জাানানো।<br /> ২) অভিভাবক কর্তৃক শিক্ষার্থীদের চলাচল ও শিক্ষা গ্রহন সম্পর্কে খোজ খবর না রাখা।<br /> ৩) শিক্ষার্থীদের স্কুল ফাঁকি দেয়ার প্রবনতা।</p>
<p>১। ছাত্র-ছাত্রীদরে অভভিাবকদের মোবাইল নম্বর সংগ্রহ করা।<br /> ২) কোন একটি ফোন কোম্পানী থেকে মেসেজ প্যাকেজ ক্রয় করা। <br /> ৩) কোন ছাত্র-ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকলে সঙ্গে সঙেগ অভিভাবকের মোবইলে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয়া। </p> <p> </p>