প্রকল্প সমূহ

সবুজ ও কমলা-ক শ্রেণীভূক্ত প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র প্রদান সহজীকরণ
নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রাপ্তি সরলীকরন ও সহজীকরন

অভিভাবক-শিক্ষক সমিতি সক্রিয়করণের মাধ্যমে বিদ্যালয়ে শিশুর শতভাগ ভর্তি, উপস্থিতি বৃদ্ধি ও ঝরেপড়া রোধ করে প্রাথমিক শিক্ষার মান-উন্নয়ন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>অভিভাবকের  সচেতনতার অভাব, শিক্ষক-অভিভাবকের মাঝে সুসম্পর্কের  অভাব, অভিভাবকের সাথে  যোগাযোগ  ও শিশুর পড়ালেখার  বিষয়ে  শিক্ষক-অভিভাবকের  মধ্যে মতামত আদান-প্রদান না হওয়ায়  বিদ্যালয় হতে শিশু  ঝরেপড়ে,অভিভাবক ও স্থানীয় জনগণের অংশীদারিত্ব  মনোবলের অভাব, জবাবদিহিতা, দায়বদ্ধতা ও  স্বচ্ছতা না থাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সম্ভব হয় না।ফলে সমাজে অসম শ্রেণির ব্যবধানবৃদ্ধিসহ জাতীয় উন্নয়নে দক্ষ  জনশক্তির তৈরি হয় না্।</p> <p><u>সমস্যাটির মূল কারণ</u><br /> • অভিভাবকের সচেতনতার অভাব <br /> • শিক্ষক-অভিভাবকের মাঝে সুসম্পর্কের অভাব,সমন্বয়হীনতা <br /> • শিক্ষকের আন্তরিকতার অভাব </p> <p> </p>

<p>•    সকল অভিভাবককে নিয়ে  প্রতি ৪মাস অন্তন অন্তর সাধারণ সভা  করে  অভিভাবক ও শিক্ষকদের মাঝে দুরত্ব কমিয়ে সুসম্পর্ক বৃদ্ধি করা। শিশুর পড়ালেখার বিষয়ে অভিভাবকের  সাথে  শিক্ষকের  নিয়মিত মতবিনিময় করা।শতভাগ ভর্তি, উপস্থিতি বৃদ্ধি,ঝরেপড়ারোধের জন্য মা-সমাবেশ, উঠান বৈঠক, হোমভিজিট ও সামাজিক উদ্বুদ্ধুকরণ সভার আয়োজন করা।<br /> •    অভিভাবকদের সচেতনতাবৃদ্ধি করে  বিদ্যালয়ের সকল কাযর্ক্রমের সাথে সম্পৃক্তকরা। এতে অভিভাবক ও স্থানীয় জনগণের অংশীদারিত্ব  মনোবলসৃষ্টি, জবাবদিহিতা, দায়বদ্ধতা ও  স্বচ্ছতা  নিশ্চিত হবে ।আর এজন্য অভিভাবক-শিক্ষক সমিতিকে সক্রিয়করণ একান্ত প্রয়োজন। </p> <p> </p>