প্রকল্প সমূহ

নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সেবা প্রদান পদ্ধতি সহজীকরণ।
অভিভাবক-শিক্ষক সমিতি সক্রিয়করণের মাধ্যমে বিদ্যালয়ে শিশুর শতভাগ ভর্তি, উপস্থিতি বৃদ্ধি ও ঝরেপড়া রোধ করে প্রাথমিক শিক্ষার মান-উন্নয়ন

সবুজ ও কমলা-ক শ্রেণীভূক্ত প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র প্রদান সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><strong>বিদ্যমান সমস্যাঃ</strong></p> <p>ক) প্রয়োজনীয় কাগজ পত্র সম্বন্ধে সেবাগ্রহীতার ধারণা না থাকা।</p> <p>খ) আবেদনপত্র সঠিক ভাবে পূরণ না করা।</p> <p>গ) আবাসিক/বসতির পাশে শিল্প কারখানা স্থাপনপূর্বক ছাড়পত্রের আবদন করা।</p> <p>ঘ) স্থাপনকৃত শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ থাকা।</p> <p>ঙ) প্রয়োজনীয় কাগজপত্র এবং বিনিয়োগ অনুসারে যথাযথ ফি দাখিল না করা।</p> <p>চ)  অফিসে যথাযথ/কাঙ্খিত সেবা না পাওয়া।</p> <p>ছ) সেবা নিতে অফিসে বারবার আসা।</p> <p><strong>সমস্যাটির মূল কারণঃ</strong></p> <p>ক) উদ্যোক্তাগণের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ সম্বন্ধে ধারণা না থাকা এবং থাকলেও তা মেনে না চলা।</p> <p>খ) অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সেবামূলক মানসিকতার অভাব।</p>

<p>  -আবেদন দাখিলের সময়ই তা অফিস কর্তৃক সঠিকভাবে পূরণ ও যাচাই করে নেয়া।<br />   -কাগজপত্রের ঘাটতি থাকলে তাৎক্ষিণকভাবে জানিয়ে দেয়া।<br />   - একটি মোবাইল হেল্প নম্বর অফিসের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেয়া।  <br />   -সেবা প্রদানকারীদের যে কোন সমস্যা/কাগজপত্র সমন্ধে জেনে নিতে উক্ত নম্বরে ফোন দিতে অনুরোধ করা।<br />  - আবেদন দাখিল করার সময়ই পরিদর্শন ও ছাড়পত্র প্রদানের তারিখ জানিয়ে দেয়া। </p>