প্রকল্প সমূহ

ক্রপ ক্যালেন্ডার ভিত্তিক কৃষক পরামর্শ প্রদান
সবুজ ও কমলা- ক শ্রেণীর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাড়পত্র প্রদান ও নবায়ন সহজীকরণ।

চৌহালী উপজেলার সকল দলিল গ্রহীতা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><u>বিদ্যমান সমস্যা</u>:<br /> রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মূল দলিল ফেরত প্রদানের সঠিক সময় না জানার ফলে গ্রহীতাকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয় ৷ এছাড়া একটি নির্দিষ্ট সময় পর মূল দলিল  ধ্বংস করে ফেলা হয়।</p> <p><u>সমস্যাটির মূল কারণ</u>:<br /> (১) বালাম বইয়ের যথাযথ সরবরাহ না থাকা<br /> (২) দলিল ফেরতের সময় হলেও দলিল গ্রহীতা সঠিক সময়ে তা না জানা </p>

<p>রেজিস্ট্রেশনের সময় দলিল গ্রহীতার মোবাইল নং রাখা এবং বালামভুক্তির পর তাকে ফোন করে জানানো৷</p>