প্রকল্প সমূহ

ক্ষুদ্রঋণ বিতরন প্রক্রিয়া সহজিকরণ
চৌহালী উপজেলার সকল দলিল গ্রহীতা

ক্রপ ক্যালেন্ডার ভিত্তিক কৃষক পরামর্শ প্রদান


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><strong>বিদ্যমান সমস্যাঃ</strong><br /> •    প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা সহ অন্যান্য এলাকায় Zone specific, season based crop variety selection করার বিষয়ে কৃষকের নিকট তথ্যের ঘাটতি<br /> •    ক্রপ ক্যালেন্ডার না থাকা</p> <p><strong>সমস্যাটির মূল কারণঃ</strong><br /> •    প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের নিকট ফসল চাষের জন্য মৌসুম অনুযায়ী এলাকা ভিত্তিক তথ্যের ঘাটতি<br /> •    এলাকা ভিত্তিক সমন্বিত ক্রপ ক্যালেন্ডার না থাকা<br /> •    এ ধরণের সমন্বিত ডিজিটালাইজড তথ্যের ঘাটতি</p> <p> </p> <p> </p> <p> </p>

<p>•    দুর্যোগে ঝুকিপূর্ণ এলাকা চিহ্নিত করে land topography, season, cropping pattern বিবেচনায় নিয়ে crop/variety selection করা ও একটি cultivation calendar তৈরী করা<br /> •    Crop cultivation calendar এর ভিত্তিতে সফট্ওয়্যার এবং ওয়েবপেজ তৈরী করা ও সকল শ্রেনীর কৃষক এবং জন সাধারণের জন্য উন্মুক্ত করা<br /> •    কৃষকদের ইউনিয়ন/মৌজা /এলাকা ভিত্তিক পরামর্শ দেয়া</p> <p> </p>