<table border=".5" cellpadding="1" cellspacing="1" style="width:500px"> <thead> <tr> <th scope="col"><strong>বিদ্যমান সমস্যা</strong></th> <th scope="col"><strong>সমস্যার মূল কারণ</strong></th> </tr> </thead> <tbody> <tr> <td> <p>১। সমিতির সদস্যদের ডাটা-বেইস না থাকা।</p> <p>২। ঋণ আবেদনকারী কর্তৃক ঋন আবেদনের সঠিক নিয়ম না জানা।</p> <p>৩। ম্যানুয়েল পদ্ধতিতে হিসাব সংরক্ষণ।</p> <p>৪। উপজেলা দপ্তরে ঋণ প্রক্রিয়াকরণে সময়ক্ষেপন:</p> <p>৫। জেলা দপ্তরের উপপরিচালক কর্তৃক ঋন মঞ্জুরী পেতে বিলম্ব।</p> </td> <td> <p>১। ডাটাবেইস সফটওয়ার না থাকা।</p> <p>২। সদস্যদের সকল বিষয়ে পরিস্কার ধারনা না থাকা।</p> <p>৩। ঋণ কমিটি কর্তৃক সময় ক্ষেপন।</p> <p>৪। ম্যানুয়েল পদ্ধতিতে ঋণ বিতরন।</p> </td> </tr> </tbody> </table> <p> </p>
<p><strong>১)</strong> উঠান বৈঠকের মাধ্যমে সদস্যদের ঋণ প্রক্রিয়া সম্পর্কে ধারনা প্রদান।<br /> <strong>২)</strong> ডাটা বেইসের মাধ্যমে সদস্যদের তথ্য যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ।<br /> <strong>৩)</strong> উপজেলা বাছাই কমিটি ও উপজেলা ঋণ অনুমোদন কমিটির ২টি মিটিং একই দিনে অনুষ্ঠিত করা।<br /> <strong>৪)</strong> জেলা দপ্তর থেকে ঋণ মঞ্জুরীর আবেদন অনলাইনের মাধ্যমে প্রেরন ও অনুমোদন।<br /> <strong>৫)</strong> ঋণ মঞ্জুরী পাওয়ার পর সদস্যদের ঋণ বিতরনের তারিখ ও পরিমান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া।<br /> <strong>৬)</strong> ঋণ বিতরন ও তদারকি</p> <p style="margin-left:.5in"> </p>