<table border=".5" cellpadding="0" cellspacing="0" style="width:500px"> <thead> <tr> <th scope="col" style="width:295px"> <p style="text-align:center"><strong>বিদ্যমান সমস্যা</strong></p> </th> <th scope="col" style="width:342px"> <p style="text-align:center"><strong>সমস্যার মূল কারণ</strong></p> </th> </tr> </thead> <tbody> <tr> <td style="width:295px"> <p>ঋণ বিতরণের দীর্ঘ সূত্রীয়তা ও গ্রাহক পর্যায়ে ভোগান্তি।</p> </td> <td style="width:342px"> <p>সংশ্লিষ্ট প্রকল্পের বিদ্যমান নীতিমালা ও উপজেলা পর্যায়ে পদক্ষেপের অভাব।</p> </td> </tr> </tbody> </table>
<p><u>তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে উপযুক্ত ব্যক্তিকে ঋণ প্রদানে ব্যবস্থা করা (সদস্য পর্যায়ে ডাটাবেজ তৈরী করে ঋণ বিতরণ সহজীকরণ)</u></p> <p><strong>১)</strong> কর্তৃপক্ষের অনুমোতি ক্রমে সহকর্মীদের মানুসিক ভাবে প্রস্তুত করা।<br /> <strong>২)</strong> বাজেট সংগ্রহের জন্য সেবামূল্যের উপজেলার অংশ থেকে নেয়ার ব্যবস্থা করা।<br /> <strong>৩)</strong> ডাটবেজ তৈরীর জন্য দক্ষ ডাটা এন্ট্রি অপারেটরের সাথে চুক্তিবদ্ধ হওয়া।<br /> <strong>৪)</strong> চুক্তিবদ্ধ হওয়ার পর ছবি, জাতীয় পরিচয় পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ডাটএন্ট্রি অপারেটরের নিকট বুঝিয়ে দেয়া।<br /> <strong>৫)</strong> সফটওয়ারের মাধ্যেমে ডাটা এন্ট্রি সম্পূন্ন করে ঋণ বিতরণের জন্য প্রস্তুত করা।</p> <p> </p>