প্রকল্প সমূহ

ভূমি সংক্রান্ত বিবিধ মোকদ্দমা নিস্পত্তি
ক্ষুদ্রঋণ বিতরন প্রক্রিয়া সহজিকরণ

তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে উপযুক্ত ব্যক্তিকে ঋণ প্রদানে ব্যবস্থা করা (সদস্য পর্যায়ে ডাটাবেজ তৈরী করে ঋণ বিতরণ সহজীকরণ)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<table border=".5" cellpadding="0" cellspacing="0" style="width:500px"> <thead> <tr> <th scope="col" style="width:295px"> <p style="text-align:center"><strong>বিদ্যমান সমস্যা</strong></p> </th> <th scope="col" style="width:342px"> <p style="text-align:center"><strong>সমস্যার মূল কারণ</strong></p> </th> </tr> </thead> <tbody> <tr> <td style="width:295px"> <p>ঋণ বিতরণের দীর্ঘ সূত্রীয়তা ও গ্রাহক পর্যায়ে ভোগান্তি।</p> </td> <td style="width:342px"> <p>সংশ্লিষ্ট প্রকল্পের বিদ্যমান নীতিমালা ও উপজেলা পর্যায়ে পদক্ষেপের অভাব।</p> </td> </tr> </tbody> </table>

<p><u>তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে উপযুক্ত ব্যক্তিকে ঋণ প্রদানে ব্যবস্থা করা (সদস্য পর্যায়ে ডাটাবেজ তৈরী করে ঋণ বিতরণ সহজীকরণ)</u></p> <p><strong>১)</strong> কর্তৃপক্ষের অনুমোতি ক্রমে সহকর্মীদের মানুসিক ভাবে প্রস্তুত করা।<br /> <strong>২)</strong> বাজেট সংগ্রহের জন্য সেবামূল্যের উপজেলার অংশ থেকে নেয়ার ব্যবস্থা করা।<br /> <strong>৩)</strong> ডাটবেজ তৈরীর জন্য দক্ষ ডাটা এন্ট্রি অপারেটরের সাথে চুক্তিবদ্ধ হওয়া।<br /> <strong>৪)</strong> চুক্তিবদ্ধ হওয়ার পর ছবি, জাতীয় পরিচয় পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ডাটএন্ট্রি অপারেটরের নিকট বুঝিয়ে দেয়া।<br /> <strong>৫)</strong> সফটওয়ারের মাধ্যেমে ডাটা এন্ট্রি সম্পূন্ন করে ঋণ বিতরণের জন্য প্রস্তুত করা।</p> <p> </p>