প্রকল্প সমূহ

গ্রামভিত্তিক কিশোরীদের সংগঠিত করে বাল্যবিবাহ ও যৌতুক নিরোধের মাধ্যমে স্বাবলম্বীকরন ।
প্রশিক্ষিত দরিদ্র যুব মহিলাদের সেলাই মেশিন বিতরণ ।

সমবায় সমিতির মাধ্যমে শিশু শ্রম প্রতিরোধ ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>অভিভাবকদের সচেতনতার অভাব এবং দারিদ্র্যতার ফলে তারা তাদের শিশুকে স্কুলে না পাঠিয়ে কাজে নিয়োজিত করেন । </p>

<p>সমবায় সমিতির সদস্যরা তাদের শিশু সন্তানদের যাতে শিশু শ্রমে না পাঠায় সেজন্য তাদের সচেতন করা তোলা এবং শিশুদের শিক্ষার ব্যবস্থা করা । সমিতির সদস্যদের সাথে প্রতি সপ্তাহে বৈঠক করে শিশুশ্রম সম্পর্কে তাদের সচেতন করে তোলা।এর ফলে শিশু শ্রম প্রতিরোধ হবে । </p>