প্রকল্প সমূহ

“গ্রাম ভিত্তিক তথ্য সমৃদ্ধ সমবায় গঠন ও নেটওয়ার্কিং সক্ষমতা তৈরী ।
সমবায় সমিতির মাধ্যমে শিশু শ্রম প্রতিরোধ ।

গ্রামভিত্তিক কিশোরীদের সংগঠিত করে বাল্যবিবাহ ও যৌতুক নিরোধের মাধ্যমে স্বাবলম্বীকরন ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>দারিদ্র,অশিক্ষা,অদক্ষতা ও সামাজিক নিরাপত্তাহীনতার কারণে অপরিণত বয়সে কিশোরীদের বিবাহ হয় । এর ফলে অল্প বয়সে মা হয় এবং ঘন ঘন সন্তান জন্ম দেওয়ার কারণে প্রজনন স্বাস্থ্যের অবনতি ঘটে। অনেক কিশোরী অকালে মৃত্যুবরণ করে। যৌতুক গ্রহণের প্রবণতা বেড়ে নারী নির্যাতনের মাত্রা বেড়ে যায়। ফলে সামাজিক অস্থিরতা,বিবাহ বিচ্ছেদ,হত্যা ও আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়।</p>

<p>নির্বাচিত গ্রামে ১০-১৮ বছরের কিশোরীদের ডাটাবেইজ প্রস্ততকরণ</p> <p>উঠান বৈঠক ,কমিউনিটি সভার মাধ্যমে উদ্বুদ্ধকরণ এবং বিভিন্ন ধরনের লিফলেট,পুস্তিকা বিতরণের মাধ্যমে প্রচারনা চালানো</p> <p>নির্বাচিত গ্রামে স্কুল/কলেজের মাধ্যমে কিশোরী ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ</p> <p>সংগৃহীত তালিকার কিশোরীদের  সংগঠিত করে প্রচারনা চলানো</p> <p>ট্রেড নির্বাচনপূর্বক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা</p> <p>প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও মায়েদের ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান</p> <p>ফলোআপ </p>