প্রকল্প সমূহ

সমবায় সমিতির মাধ্যমে শিশু শ্রম প্রতিরোধ ।
দলিল রেজিষ্ট্রেশনে সহজীকরন ও মূল দলিল দ্রুত ফেরত প্রদান

প্রশিক্ষিত দরিদ্র যুব মহিলাদের সেলাই মেশিন বিতরণ ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>যুব মহিলাগণ স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ গ্রহণ করার পর বেকার ও দরিদ্র হওয়ার কারণে সকলে সেলাই মেশিন ক্রয় করতে পারে না। ফলে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয় না।</p>

<p style="margin-left:.25in">যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুব মহিলারা সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে। এদের সকলের ক্রয় ক্ষমতা সমান নয়। কেউ কেউ সেলাই মেশিন ক্রয় করতে পারে না। উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে যুব উন্নয়ন প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের জন্য ১০% বরাদ্দ নিয়ে নূন্যতম ৫০টি সেলাই মেশিন গ্রুপ করে সরবরাহ করার জন্য উপজেলা স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে বরাদ্দ চাওয়া হবে এবং স্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় তা সরবরাহ করা হবে । </p>