<table border="" cellpadding="0" cellspacing="0" style="width:643px"> <tbody> <tr> <td style="width:211px"> <p>বিদ্যমান সমস্যা</p> </td> <td style="width:192px"> <p>সমস্যার মূল কারণ</p> </td> <td style="width:240px"> <p>সমস্যার কারণে সেবাগ্রহিতাদের ভোগান্তি</p> </td> </tr> <tr> <td style="height:21px; width:211px"> <p>অসম্পূর্ন আবেদন</p> <p> </p> </td> <td style="height:21px; width:192px"> <p>অজ্ঞতা, ULAO.</p> </td> <td style="height:21px; width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>ULAO এর প্রতিবেদন প্রদানে দীর্ঘসূত্রিয়তা।</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>ULAO এর অসহযোগিতা</p> </td> <td style="width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>Survey বা কানুনগোদের ,,,,</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>Surveyor ও কানুনগোদের অসহযোগিতা</p> </td> <td style="width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>Ac land এর শুনানী ও রায় দীর্ঘসূত্রিতা।</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>Ac land দের অসহযোগিতার মনোভাব।</p> </td> <td style="width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>নাজির অফিস সহকারীর DCRও হোল্ডিং খোলায় দীর্ঘসূত্রিয়তা</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>নাজির ও Staff দের </p> </td> <td style="width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> </tbody> </table>
<p style="margin-left:.25in">ক.<u>আইডিয়ার বিবরণঃ </u>ক, পূর্বেই প্রাপ্ত আবেদন সমূহ ইউনিয়ন/ তহশীল/ ক্লাস্টার ভিত্তিক বাছাই করে আলাদা করা হবে এবং সংশ্লিষ্ট সেবা প্রার্থীদেরকে শুনানীর নির্দিষ্ট দিনে সকল প্রয়োজনীয় কাগজপত্র স্ব-শরীরে হাজির থাকার জন্য মোবাইলে/ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।</p> <p style="margin-left:.25in">খ। প্রত্যেক ইউনিয়নের জন্য ২ দিন করে নির্ধারন। নির্ধারিত দিনে সংশ্লিস্ট ULAO ভূমি অফিসে আবেদন গ্রহন করা হবে। আবেদন গ্রহনের সময় সকল দলিলাদি বুঝে নিতে হবে। আবেদনের সাথে সাথে শুনানীর তারিখ সম্বলিত receipt/sms প্রদান।</p> <p> </p> <p>গ। <u>ULAO এর প্রতিবেদন ও নোটিশ জারিঃ</u> ULAO ৩ কার্যদিবসের মধ্যে UPZ ভূমি অফিসে প্রস্থাব/প্রতিবেদন দিবেন এবং সরেজমিনে পরিদর্শনের সময় বাদী বিবাদীকে শুনানীর নোটিশ দিবেন। তাদের মোবাইল নং সংগ্রহ করবেন। এতে নোটিশ জারির জন্য অতিরিক্ত সময় লাগবেনা ।</p> <p>ঘ।, <u>Surveyor ও কানুনগোর প্রতিবেদনঃ</u> Surveyor কানুনগোর ২ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিবেন । যেহেতু গ্রাহক তাদের কাছে আসবে না সুতরাং তাদের অসহযোগিতার সুযোক কমে আসবে।</p> <p>ঙ। <u>Ac land কতৃক শুনানীঃ</u> Union এর জন্য নির্ধারিত ২ দিনের , ২য় দিনে Ac land Union ভূমি অফিসে শুনানী নিবেন । যেহেতু স্থানীয় সকল ব্যক্তিদের সামনে শুনানী নেওয়া হবে, সেহেতু ULAO, Surveyor এবং কানুনগোদের অসহযোগিতার মনোভাব কমে যাবে ।</p> <p>চ , <u>নাজির কতৃক</u><u> DCR প্রদানঃ</u> নাজির Ac land এর পাশের table এ বসে DCR দিবেন।</p> <p>ছ , <u>Staff কতৃক হোল্ডিং খোলাঃ</u> একই সময় Staff হল্ডিং খুলে দিবেন।</p> <p>জ , <u>ULAO কতৃক Holding খোলা এবং দাখিল প্রদানঃ</u> একই সময়ে প্রদান করা হবে।</p> <p> </p> <p> </p>