প্রকল্প সমূহ

“জনগনের দোরগড়ায় ভূমিসেবা (নামজারি, লিজ, নবায়ন, LD tax আদায়”
“জনগনের দোরগড়ায় ভূমিসেবা (নামজারি, লিজ, নবায়ন, LD tax আদায়”

“জনগনের দোরগড়ায় ভূমিসেবা (নামজারি, লিজ, নবায়ন, LD tax আদায়”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<table border="" cellpadding="0" cellspacing="0" style="width:643px"> <tbody> <tr> <td style="width:211px"> <p>বিদ্যমান সমস্যা</p> </td> <td style="width:192px"> <p>সমস্যার মূল কারণ</p> </td> <td style="width:240px"> <p>সমস্যার কারণে সেবাগ্রহিতাদের ভোগান্তি</p> </td> </tr> <tr> <td style="height:21px; width:211px"> <p>অসম্পূর্ন আবেদন</p> <p> </p> </td> <td style="height:21px; width:192px"> <p>অজ্ঞতা, ULAO.</p> </td> <td style="height:21px; width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>ULAO এর প্রতিবেদন প্রদানে দীর্ঘসূত্রিয়তা।</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>ULAO এর অসহযোগিতা</p> </td> <td style="width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>Survey বা কানুনগোদের ,,,,</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>Surveyor ও কানুনগোদের অসহযোগিতা</p> </td> <td style="width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>Ac land এর শুনানী ও রায় দীর্ঘসূত্রিতা।</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>Ac land দের অসহযোগিতার মনোভাব।</p> </td> <td style="width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>নাজির অফিস সহকারীর DCRও হোল্ডিং খোলায় দীর্ঘসূত্রিয়তা</p> <p> </p> </td> <td style="width:192px"> <p>নাজির ও Staff দের </p> </td> <td style="width:240px"> <p>অর্থব্যয়</p> </td> </tr> </tbody> </table>

<p style="margin-left:.25in">ক.<u>আইডিয়ার বিবরণঃ </u>ক, পূর্বেই প্রাপ্ত আবেদন সমূহ ইউনিয়ন/ তহশীল/ ক্লাস্টার ভিত্তিক বাছাই করে আলাদা করা হবে এবং সংশ্লিষ্ট সেবা প্রার্থীদেরকে শুনানীর নির্দিষ্ট দিনে সকল প্রয়োজনীয় কাগজপত্র  স্ব-শরীরে হাজির থাকার জন্য মোবাইলে/ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।</p> <p style="margin-left:.25in">খ।  প্রত্যেক ইউনিয়নের জন্য ২ দিন করে নির্ধারন। নির্ধারিত দিনে সংশ্লিস্ট ULAO ভূমি অফিসে আবেদন গ্রহন করা হবে। আবেদন গ্রহনের সময় সকল দলিলাদি বুঝে নিতে হবে। আবেদনের সাথে সাথে শুনানীর তারিখ সম্বলিত receipt/sms প্রদান।</p> <p> </p> <p>গ। <u>ULAO এর প্রতিবেদন ও নোটিশ জারিঃ</u> ULAO ৩ কার্যদিবসের মধ্যে UPZ ভূমি অফিসে প্রস্থাব/প্রতিবেদন দিবেন এবং সরেজমিনে পরিদর্শনের সময় বাদী বিবাদীকে শুনানীর নোটিশ দিবেন। তাদের মোবাইল নং সংগ্রহ করবেন। এতে নোটিশ জারির জন্য অতিরিক্ত সময় লাগবেনা ।</p> <p>ঘ।, <u>Surveyor ও কানুনগোর প্রতিবেদনঃ</u> Surveyor কানুনগোর ২ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিবেন । যেহেতু গ্রাহক তাদের কাছে আসবে না সুতরাং তাদের অসহযোগিতার সুযোক কমে আসবে।</p> <p>ঙ। <u>Ac land কতৃক শুনানীঃ</u> Union এর জন্য নির্ধারিত ২ দিনের , ২য় দিনে Ac land Union ভূমি অফিসে শুনানী নিবেন । যেহেতু স্থানীয় সকল ব্যক্তিদের সামনে শুনানী নেওয়া হবে, সেহেতু ULAO, Surveyor এবং কানুনগোদের অসহযোগিতার মনোভাব কমে যাবে ।</p> <p>চ  , <u>নাজির কতৃক</u><u> DCR প্রদানঃ</u> নাজির Ac land এর পাশের table এ বসে DCR দিবেন।</p> <p>ছ , <u>Staff কতৃক হোল্ডিং খোলাঃ</u> একই সময় Staff হল্ডিং খুলে দিবেন।</p> <p>জ , <u>ULAO কতৃক Holding খোলা এবং দাখিল প্রদানঃ</u> একই সময়ে প্রদান করা হবে। </p>