প্রকল্প সমূহ

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জনঅংশগ্রহণ নিশ্চিতকরণ ।
প্রযুক্তির (পাম্প,ইঞ্জিন চালিত ভ্যান) ব্যবহারের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ ।

“বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে সমবায়ীদের ঋণ প্রাপ্তী সহজীকরণ ”।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে সমবায়ীদের ঋণের টাকা হাতে পেতে অনেক সময় ব্যয় হয় । ঋণ বিতরণের পদ্ধতিগত জটিলতার কারনে সমবায়বৃন্দকে উপজেলা,জেলা, বিভাগ, ও সমবায় অধিদপ্তর এবং বাংলাদেশ সমবায় ব্যাংকে বার বার আসতে হয়। বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে সমবায়ীদের ঋণের টাকা হাতে পেতে দীর্ঘ সময় ব্যয় হয় ।</p> <p> </p>

<p style="margin-left:.25in">সমবায়ী কতৃক দাখিল কৃত ঋণের আবেদন উপজেলা সমবায় অফিসার ও BSBL এর প্রতিনিধি কতৃক ৫-১০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় যাচাই বাছাই শোনে করবেন।  আবেদন প্রত্র ও অন্যান্য কাগজপ্রত্রাদির সঠিকতা থাকলে জেলা সমবায় দপ্তরে প্রেরন। জেলা সমবায় অফিসার প্রয়োজনে যাচাই বাছাই করে ১০ কর্ম দিবসের মধ্যে BSBL প্রেরন করবেন। BSBL কতৃক প্রাপ্ত ঋণের আবেদনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া ১৫ কর্ম দিবসের মধ্যে শেষ করবেন এবং মোবাইল এস এম এস এর মাধ্যমে তা আবেদনকারীকে জানিয়ে দিবেন। BSBL কতৃক ঋণ অনুমোদন হলে পরবর্তী ৫ কর্ম দিবসের মধ্যে চুক্তিনামা সহ আনুসাংগিক কার্যাদি BSBL এর স্থানীয় প্রতিনিধি কতৃক স্থানীয় ভাবে সম্পাদন করবেন। এবং ৫ কর্ম দিবসের মধ্যে BSBL এ প্রেরন করবেন।  ঋণ গ্রহনের চুক্তি প্রত্র পাওয়া ২ কর্ম দিবসের মধ্যে BSBL কতৃক আবেদনকারীর আকাউন্টে ঋণের টাকা ছাড় করবেন। </p>