<p>যশোর জেলার মনিরামপুর উপজেলার দারিদ্র্যপীড়িত ৪ টি ইউনিয়নে পানির স্তর নিচে থাকায় সাধারণ অগভীর নলকুপ দ্বারা পানি তোলা যায় না। এছাড়া আর্সেনিক<strong>, </strong>লবণাক্ততাও মৌসুমি জলাবদ্ধতার কারণে উক্ত এলাকার জনসাধারণ বিশুদ্ধ পানি পায় না। ফলে তারা মারাত্নক জনস্বাস্থ্য হুমকির মধ্যে মানবেতর জীবনযাপন করছে।</p>
<p style="margin-left:.25in">১. জনসাধারণের ডাটাবেইজ তৈরি করারপর তাদের সহায়তায় ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করাহবে। এরপর তাদের পরামর্শে পানি সরবরাহের একটি নীতিমালা তৈরি করে সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান করা হবে ।</p> <p style="margin-left:.25in">২. ২ বর্গকিলোমিটার এলাকার আনুমানিক ২৫০ পরিবারের জন্য একটি সৌরবিদ্যুৎ চালিত পাম্প ও ওভারহেড স্থাপন করা হবে।</p> <p style="margin-left:.25in">৩. সেখান থেকে প্রতিটি পরিবারের জন্য বিশুদ্ধ পানি জারের মাধ্যমে ইঞ্জিন চালিত ভ্যানে গ্রামবাসীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে ।</p> <p style="margin-left:.25in">৪. কমিউনিটির সদস্যদের নিকট হতে মাসিক ৬০ চাঁদা গ্রহণ করে উপকারভোগী দলের ১৫ সদস্যের একটি কমিটির মাধ্যমে ম্যানেজমেন্ট ব্যয় ও মেরামত ব্যয় মেটানো হবে।</p> <p style="margin-left:.25in">৫. উল্লেখিত কার্যক্রমে সহায়তা প্রদান করার জন্য ইউনিয়ন পরিষদের সহায়তা গ্রহণ করা হবে এবং উপজেলা পর্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও অন্যদের সহায়তায় একটি সহায়তা সেল গঠন করা হবে।</p>