প্রকল্প সমূহ

সমবায়ের মাধ্যমে ফ্রিল্যান্সার(আই সি টি) তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা ।
“বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে সমবায়ীদের ঋণ প্রাপ্তী সহজীকরণ ”।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জনঅংশগ্রহণ নিশ্চিতকরণ ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>উন্নয়ন প্রকল্পে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের অভাব ও সঠিক Database না থাকায় জনসাধারণ টেকসই সেবা হতে বঞ্চিত হচ্ছে ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে।</p>

<p>একটি ডাটাবেইজ সফটওয়্যার তৈরি করা যাতে থাকবেঃ</p> <p>উপজেলার সকল অবকাঠামোগত তথ্যের (যেমন- রাস্তা, পুকুর, হাট ইত্যাদির) নির্দিষ্ট কোড থাকবে ।</p> <p>গত ৫ বছরে গৃহীত সকল প্রকল্পের তথ্য;( যেমন- ADP, LGSP, PRDP, টি আর/ কাবিখা, ১%, উন্নয়ন তহবিল) সংরক্ষণ ।</p> <p>একটি নির্ধারিত Template  এর মাধ্যমে সাধারণ জনগণের সরাসরি আবেদন করার সুযোগ থাকবে ।</p> <p>ডাটাবেইজটি উপজেলা ওয়েবপোর্টালের মাধ্যমে সংযুক্ত থাকবে ।এতে উন্নয়ন প্রকল্প সম্পর্কে জনগণ অবহিত থাকবে।</p> <p>ডাটাবেইজটি Offline mode-এ  UZ Chairman, UNO, Engineer, PIO বা সংশ্লিষ্ট অফিসে ব্যবহারযোগ্য আকারে সংরক্ষিত থাকবে ।</p> <p>অনুমোদিত প্রকল্পটি কমিটির অনুমোদন ব্যতীত Edit/ Change  করা যাবে না ।  </p> <p>পূর্বে প্রকল্পে গ্রহণ করা হলে নতুনভাবে একই প্রকল্প গ্রহণ করা যাবে না। </p>