<p>চাহিদার তুলনায় চাকুরীর সুযোগ সীমিত কারিগরি শিক্ষার অভাব ও তথ্য প্রযুক্তি বিষয়ক যথাযথ প্রশিক্ষণ না থাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় না।ফলে বেকার জীবন যাপন করে।পরিনতিতে বিভিন্ন অসামাজিক কার্যকালাপে লিপ্ত হন ফলে সমাজে অস্থিরতা সৃষ্টি হয় । </p>
<p>কিছু ফ্রিল্যান্সার(আই সি টি) গ্রাম ভিত্তিক সনাক্তকরণ</p> <p>তাদের দিয়ে সমবায় সমিতি গঠন</p> <p>উপজেলা পরিষদের ফান্ড সমিতির তহবিল ও ডনেশন সংগ্রহ করে সমিতির কার্যালয়ে প্রশিক্ষণে ব্যবস্থা করা</p> <p>ফ্রিল্যান্সারগণ (আই সি টি, সমিতির সদস্য) শিক্ষিত বেকারদের গ্রাম পর্যায়ে সনাক্ত করে তাদের কে প্রশিক্ষণ দিয়ে নতুন ফ্রিল্যান্সার(আই সি টি) তৈরি করবে এবং তারা ঐ সমিতিতে সদস্য হিসাবে অন্তর্ভুক্র হবে</p> <p>এভাবে গ্রাম পর্যায়ে শিক্ষিত বেকার শ্রেণিকে প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার(আই সি টি)</p> <p> হিসাবে গড়ে তুলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে </p>