<table border="" cellpadding="0" cellspacing="0" style="width:669px"> <tbody> <tr> <td style="width:182px"> <p>সেবার প্রাপ্যতা সম্পর্কে না জানা এবং ফরম সংগ্রহে সমস্যা</p> </td> </tr> <tr> <td style="width:182px"> <p>আবেদন কর্তৃপক্ষের অগ্রায়নপত্রের মাধ্যমে প্রেরণ</p> </td> </tr> <tr> <td style="width:182px"> <p>অসম্পূর্ণ আবেদন প্রেরণ</p> </td> </tr> <tr> <td style="width:182px"> <p>আবেদনের অবস্থা সম্পর্কে না জানা</p> </td> </tr> <tr> <td style="width:182px"> <p>প্রয়োজনীয় দলিলাদি/কাগজপত্র সম্পর্কে অজ্ঞতা ও সংগ্রহে সমস্যা</p> </td> </tr> <tr> <td style="width:182px"> <p>অনুমোদনে দীর্ঘসূত্রিতা (বেশি সময় লাগে)</p> </td> </tr> <tr> <td style="width:182px"> <p>আবেদনকারী কর্মচারী কিনা তা যাচাইয়ে সমস্যা</p> </td> </tr> <tr> <td style="width:182px"> <p>৩টি অনুদান কার্যক্রম ২ জন পরিচালকের অধীনে পৃথকভাবে নিষ্পত্তি করায় একই ব্যক্তির ৩টি আবেদনের মধ্যে একটির সাথে অন্য ২টির নিষ্পত্তির বিষয়টি চিহ্নিত করা যায় না।</p> </td> </tr> </tbody> </table> <p> </p>
<p>বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সচেতনতা বৃদ্ধি করতে প্রচার প্রচারণা;</p> <p>কল্যাণ বোর্ডের সেবা কার্যক্রমকে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কারিকুলামে অন্তর্ভুক্তকরণ;</p> <p>আবেদন ফরম সহজিকরণ করে ৩টি অনুদানের জন্য ১টি আবেদন ফরম তৈরি করা;</p> <p>অন-লাইনে আবেদন দাখিল ও অনুমোদনের জন্য ওয়েববেইজড সফ্টওয়্যার উন্নয়ন;</p> <p>আবেদনের সঠিকতা যাচাই এর জন্য পে-ফিক্সেশন ডাটাবেইজ এর সাথে ভেরিফাই করা;</p> <p>যাচিত কাগজপত্র/দলিলাদির সংখ্যা কমানো;</p> <p>অফিস কর্তৃপক্ষ/বিভাগীয় প্রধানের অগ্রায়নপত্রের মাধ্যমে আবেদন প্রেরণের বিষয়টি বাদ দিয়ে ফরমের নির্ধারিত স্থানে সেবা প্রার্থীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ স্মারক নং ও তারিখ প্রদানপূর্বক ফরমের স্ক্যান কপি সংযুক্ত করে প্রেরণ;</p> <p>অন-লাইনে আবেদন প্রেরণের সময় সংযুক্ত দলিলাদি স্ক্যানপূর্বক সংযুক্ত করে প্রেরণ;</p> <p>অন-লাইনে প্রতিটি ধাপে আবেদনের অবস্থা সম্পর্কে অবহিতকরণ;</p> <p>অনুমোদনের ধাপ ও সময় কমানো;</p> <p>৩টি অনুদান ১জন পরিচালকের অধীনে একই দলিলাদি দিয়ে একসাথে অনুমোদন প্রদান।</p> <p> </p>