<p>শ্রম পরিদপ্তরের ২৯ টি শ্রমকল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমিক ওতার পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনাসেবা প্রদান করাহয়। কিন্তু শ্রমিকরা এ বিষয়ে তেমন সচেতন নয় বিধায় সরকার কর্তৃক প্রদত্ত এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।তবে সেবা সহজিকরণের জন্য একটি মোবাইল অ্যাপস তৈরি করলে শ্রমিকরা আরো উপকৃত হবে।</p>
<p>শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ নিয়ে মোবাইল অ্যাপস তৈরি ।</p> <p>মোবাইলে গুগল ম্যাপে শ্রম কল্যাণ কেন্দ্রের অবস্হান জানা ।</p> <p>নিকটস্থ শ্রম কল্যাণ কেন্দ্রে গমন/মোবাইলে ফোনের মাধ্যমে সেবা গ্রহণ ।</p> <p>শ্রম কল্যাণ কেন্দ্রে আগত শ্রমিকের ডাটাবেইজ তৈরী এবং তাতে শ্রমিকের হিস্টরী লিপিবিদ্ধ করা</p> <p> শ্রমিককে সেবা প্রদান ও ঔষুধ প্রদান</p> <p>সেবা প্রাপ্তিতে শ্রমিকদের টি,সি,বি (T.C.V) কমে আসা।</p>