<p>প্লাটফরমসহ স্টেশন এলাকা নোংরা, অপরিচ্ছন্ন ও অরক্ষিত হওয়ায় যাত্রী সাধারণ ট্রেন ভ্রমনে অনীহা ও অস্বাচ্ছ্ন্দ্য বোধ করেন।</p>
<p>স্টেশন ভবনসহ প্ল্যাটফরম ফেন্সিং এর মাধ্যমে সুরক্ষিত করে Entry এবং Exit পৃথক ব্যবস্থা করা</p> <p> পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে স্যানিটেশন সামগ্রী ব্যবহার করা</p> <p>সার্বক্ষনিক মোবাইল ক্লিনার নিযুক্তকরন</p> <p>সৌন্দর্য্য বর্ধক বাহারী গাছ পালা ও সৃষ্টিশীল চিত্রকর্ম স্থাপন </p> <p>ওয়েটিং রুম এবং প্ল্যাটফর্মের কলামের গোড়ায় পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন করা</p>