<p>প্রযুক্তি সম্পর্কে শ্রমিকদের অজ্ঞতা ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন আবেদন পত্র অনলাইনে দাখিল করতে না পারায় ভুলত্রুটিযুক্ত আবেদন জমা দিচ্ছে। ফলে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেতে নানা হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকে ও শ্রমিকরা বঞ্চিত হচ্ছে।<br /> </p>
<p>অনলাইনে আবেদনের পর আবেদনকারীর মোবইলে এস,এম,এস এর মাধ্যমে আবেদন দাখিলের মেসেজ চলে যাবে ।</p> <p>পুরো প্রক্রিয়াটিতে আবেদনকারী মোবাইলে এসএমএস এর মাধ্যমে নিশ্চিত হবে।</p> <p>সেবা প্রাপ্তিতে স্টোকহোল্ডারদের টি,সি,বি (T.C.V) কমে আসবে।</p>