প্রকল্প সমূহ

উপজেলা অফিসে পানি পরিক্ষার মাধ্যমে মৎস্য চাষিদের সেবা প্রদান।
দ্রুততম সময়ে এসএমএসের মাধ্যমে অনলাইনে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রাপ্তি।

রিটার্ন-৩ ডাটাবেইজের মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায় সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>বিদ্যমান সমস্যা ও সমস্যার মূলকারণ    :</p> <table border="" cellpadding="0" cellspacing="0" style="width:643px"> <tbody> <tr> <td style="width:199px"> <p>বিদ্যমান সমস্যা</p> </td> <td style="width:222px"> <p>সমস্যার মূল কারণ</p> </td> <td style="width:222px"> <p>সমস্যার কারণে সেবাগ্রহিতাদের ভোগান্তি</p> </td> </tr> <tr> <td style="height:20px; width:199px"> <p>পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা</p> </td> <td style="height:20px; width:222px"> <p>প্রচারণার অভাব, অশিক্ষা</p> </td> <td style="height:20px; width:222px"> <p>অন্য ব্যক্তির নিকট গমনের ফলে সময় ও অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td style="height:21px; width:199px"> <p>অফিসের অবস্থান না জানা</p> </td> <td style="height:21px; width:222px"> <p>প্রচারণার অভাব</p> </td> <td style="height:21px; width:222px"> <p>অন্য ব্যক্তির নিকট গমনের ফলে সময় ও অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td style="height:21px; width:199px"> <p>করের হার সম্পর্কে অজ্ঞতা</p> </td> <td style="height:21px; width:222px"> <p>প্রচারণার অভাব </p> </td> <td style="height:21px; width:222px"> <p>ভুল তথ্য পাওয়া ও অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td style="height:37px; width:199px"> <p>কর্মচারীদের অসহযোগিতা</p> </td> <td style="height:37px; width:222px"> <p>পেশাদারী মনোভাবের অভাব, অবৈধ উপার্জনের অভিপ্রায়</p> </td> <td style="height:37px; width:222px"> <p>অফিস সম্পর্কে নেতিবাচক ধারণা, অসাধু চক্রের দৌরাত্ম্য</p> </td> </tr> <tr> <td style="height:24px; width:199px"> <p>দালালের দৌরাত্ম্য</p> </td> <td style="height:24px; width:222px"> <p>ভূমি সম্পর্কিত জ্ঞানের অভাব, অপেশাদারিত্ব</p> </td> <td style="height:24px; width:222px"> <p>সময় ও অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td style="height:19px; width:199px"> <p>সেবাপ্রদানকারীকে যথাসময়ে না পাওয়া</p> </td> <td style="height:19px; width:222px"> <p>বিবিধ সরকারি কাজে বাইরে ভ্রমণ, অফিসের কাজে ফাঁকি</p> </td> <td style="height:19px; width:222px"> <p>বারবার ঘুরে যাওয়া</p> </td> </tr> <tr> <td style="height:18px; width:199px"> <p>সেবাপ্রদানকারী কর্তৃক হয়রানি</p> </td> <td style="height:18px; width:222px"> <p>অবৈধ উপার্জনের অভিপ্রায়</p> </td> <td style="height:18px; width:222px"> <p>সময় ও অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td style="height:26px; width:199px"> <p>দাখিলার তথ্যাদি ভুল দেওয়া</p> </td> <td style="height:26px; width:222px"> <p>অসতর্কতা, ইচ্ছাকৃত ভুল</p> </td> <td style="height:26px; width:222px"> <p>সময় ও অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td style="width:199px"> <p>দাখিলা প্রদানে কালক্ষেপন</p> </td> <td style="width:222px"> <p>ইচ্ছাকৃত হয়রানি</p> </td> <td style="width:222px"> <p>সময় ও অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td style="width:199px"> <p>রেজিস্টারে এন্ট্রি না করা</p> </td> <td style="width:222px"> <p>ইচ্ছাকৃত হয়রানি</p> </td> <td style="width:222px"> <p>জমির দখল নিয়ে সমস্যা, পুনরায় অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td colspan="3" style="height:57px; width:643px"> <p>সমস্যা ও তার কারণ সম্পর্কে বিবৃতিঃ<strong> (Where,  who, how much, what and why?)</strong></p> <p>ভূমি উন্নয়ন করের হার ও প্রদান পদ্ধতি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও প্রচারণার অভাব, সেবা প্রদানকারীর অপেশাদারিত্ব মনোভাব, অজ্ঞতা ও দালালের কারণে ভূমি উন্নয়ন কর প্রদানে গ্রাহক হয়রানির শিকার হয়।  </p> </td> </tr> </tbody> </table>

<p style="margin-left:.25in">প্রথমে মৌজাভিত্তিক হোল্ডিংওয়ারী প্রাপ্ত ভূমি উন্নয়ন করের চাহিদার ভিত্তিতে ডাটাবেইজ তৈরি করা হবে । ডাটাবেইজে ভূমি মালিকগণের মোবাইল নম্বরও সংযোজিত হবে । এই ডাটাবেইজটি online ও offline এ ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে প্রদর্শনের ব্যবস্থা থাকবে । প্রত্যেক বছরের শুরুতে sms এর মাধ্যমে ভূমি মালিকগণকে তার ভূমি উন্নয়ন করের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করা হবে ।  </p> <p style="margin-left:.25in">ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সপ্তাহের নির্দিষ্ট দিনে মৌজাভিত্তিক ক্যাম্প করে স্পটেই ভূমি উন্নয়ন কর আদায় ও অভিযোগ নিষ্পত্তি করবেন এবং ভূমি উন্নয়ন কর সংশ্লিষ্ট তথ্য প্রচার করবেন । কোন মৌজায় কখন ক্যাম্প করা হবে তা মাইকে এবং অনলাইনে (Web portal/Facebook) এ প্রচার করা হবে ।</p> <p style="margin-left:.25in">প্রত্যেকদিন তহসিলদারগণ ভূমি উন্নয়ন কর আদায় বিবরণ ডাটাবেইজে আপডেট করবেন ।</p>