<table border="" cellpadding="0" cellspacing="0" style="width:675px"> <tbody> <tr> <td style="height:27px; width:313px"> <p>বিদ্যমান সমস্যা</p> </td> <td style="height:27px; width:362px"> <p>সমস্যার মূল কারণ</p> </td> </tr> <tr> <td style="height:303px; width:313px"> <p>১.ভর্তি ফরম সংগ্রহ-এর জন্য দূর –দূরান্ত থেকে এসে শিশু পরিবারের ভর্তি ফরম সংগ্রহ করতে হয় ।</p> <p>২. শিশু পরিবার খুজে পেতে সমস্যা হয় ।</p> <p>৩. ফরমপূরণ করা অনেক কঠিণ-অনেক স্থানে যেতে হয়-যেমন-</p> <p><strong>UP-</strong>অফিসে যেতে হয়</p> <p><strong>UHFPO-</strong>এর অফিসে যেতে হয়</p> <p><strong>USSO-</strong>এর অফিসে যেতে হয় ।</p> <p> আবেদন জমা দিতে আসা –শিশু পরিবারে আসা ।</p> <p>৪.আবেদন ফরম-এ মোবাইল নম্বর সংযুক্ত করার ব্যবস্থা না থাকা ।</p> </td> <td style="height:303px; width:362px"> <p> ১.শিশু পরিবার না চেনা ।</p> <p>২. দূরদূরান্ত থেকে বার বার আসা ।</p> <p>৩.অফিসে এসে কাংঙ্খিত ব্যক্তিকে না পাওয়া ।</p> <p>৪.ফরম পূরণ করতে না পারা ।</p> </td> </tr> </tbody> </table>
<p>১.জেলার সংশ্লিষ্ট সকলকে নতুন আইডিয়া অবহিতকরণ</p> <p>২. শিশু পরিবারে ভর্তির ফরম GMAIL ACCOUNT - এ GOOGLE FORMS –এ ফরম UP LOAD বছরের নির্দিষ্ট সময়ে উপজেলা সমাজসেবা অফিসার, ইউপি চেয়ারম্যান ও UDC কে অবহিতকরণ করা LINK জানিয়েদেওয়া ।</p> <p> ৩.UDC-তে প্রার্থী আবেদন ফরমের (১-১৫) পর্য়ন্ত ঘর পূরণ করে SUBMIT করবে এবং ফরমে মোবাইল নম্বর অন্তভূক্ত করা হবে । এছাড়া সম্পূর্ণ ফরমটি প্রিন্ট করে ১ (এক) কপি আবেদনকারীকে দেওয়া হবে এবং তাকে সংরক্ষণ করতে বলা হবে ।</p> <p>৫.ভর্তি ফরমগুলো SOARTING করে SHORT LIST তৈরী করা হবে এবং ভর্তি কমিটির সভার অন্তত ৭ দিন পূর্বে পূরণকৃত ফরম ও প্রমাণকসহ এবং শিশুসহ হাজির হওয়ার জন্য অভিভাবককে SMS SEND করা হবে ।</p> <p>৭.ভর্তি কমিটির সভায় সাক্ষাতকার গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ ।</p>