<p>প্রকৃত যাকাত গ্রহণ উপযোগী ডাটাবেইজ না থাকা এবং আবেদন করার সঠিক গাইডলাইন সম্পর্কে ব্যাপক প্রচারের ব্যবস্থা না থাকায় যাকাত প্রাপ্তির ক্ষেত্রে অধিক হকদার ব্যক্তিরা অনেক সময়ে নির্বাচিত হয় না। ফলে কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয় না ।</p>
<p style="margin-left:0.25in">প্রকৃত যাকাত গ্রহণ উপযোগী ব্যাক্তিদের উপজেলা ভিত্তিক দারিদ্র্যতা ও যোগ্যতার গ্রেড অনুযায়ী ডাটাবেইজ/ তালিকা তৈরি করা হবে এবং সময়ে সময়ে তা হালনাগাদ করা হবে। উপজেলা কমিটি উপজেলার জন্য প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী ডাটাবেইজ হতেঅগ্রাধীকার তালিকার মধ্য হতে প্রয়োজনীয় সংখ্যক আবেদন ফরম বিতরণ, যাচাই-বাছাই ও সুপারিশ করবে। এরপর জেলা কমিটির অনুমোদনের পর বিতরণের তারিখ, সময় ও ভেন্যু উল্লেখপূর্বক নির্বাচিত ব্যক্তিদের নামে পত্র প্রেরণ করা হবে এবং নির্দিষ্ট দিন তা বিতরণ করা হবে। </p> <p style="margin-left:0.25in">যাকাতের অর্থ দিয়ে যাতে সংশ্লিষ্ট উপকারভোগী স্বনির্ভরতা অর্জনে সক্ষম হতে পারেন- এ ব্যাপারে তাকে উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সহায়তায় প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হবে। যাকাত গ্রহণ পরবর্তী বিনিয়োগ কার্যক্রম স্থানীয়ভাবে (কেয়ারটেকার, শিক্ষক এর সহায়তায়) মনিটরিং এর ব্যবস্থা করা হবে । অগ্রাধিকার তালিকা হতে প্রতি বছর পর্যায়ক্রমে যাকাতের জন্য প্রকৃত হকদার ব্যক্তিদের নির্বাচন করে সকল যাকাত গ্রহণ উপযোগী ব্যক্তিদের হাতে যাকাতের উপকরণ/ অর্থ পৌছানো সম্ভব হবে।</p>