প্রকল্প সমূহ

ডিজিটাল পদ্ধতিতে সরকারী যাকাত বিতরণ
শিক্ষার্থী ঝরে পড়া রোধ করণ

ডিজিটাল পদ্ধতিতে মসজিদ ভিত্তিক গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক নিয়োগ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>যথাসময়ে তথ্য না জানা ও না পাওয়ার কারনে সঠিক সময়ে সঠিক স্থানে আবেদন ও যোগাযোগ করতে না পারায় সেবাগ্রহীতা হয়রানীর শিকার হন । যোগ্য ব্যক্তি আবেদন না করার কারনে যোগ্য শিক্ষক নির্বাচন করা সম্ভব হয় না । দালাল চক্রের হস্তক্ষেপের কারণে অযোগ্য ব্যক্তিগণ আবেদন করেন । সেবা গ্রহীতা সেবা না পেয়ে হয়রানি, টাকা খরচ এবং বারবার যাতায়াত করতে হয় । ফলে মূল প্রত্যাশী ও শিক্ষার্থীগণ সেবা ও শিক্ষা থেকে বঞ্চিত হয় । </p>

<p>জেলা পর্যায় থেকে  বিজ্ঞপ্তি প্রকাশ, নতুন সফটওয়্যারের মাধ্যমে সারা বছর নির্ধারিত ফরমে নিজ এলাকায় ও প্রত্যন্ত এলাকায় থেকে আবেদনের সুযোগ তৈরি এবং মোবাইল ফোন ও মেসেজের মাধ্যমে সংবাদ জানানো । প্রাপ্ত আবেদন ফি সুপাভাইজারের মাধ্যমে বাস্তবতা যাচাই করে আবেদন গৃহীত ও বাতিল সম্পর্কিত তথ্য এস এম এস/ মোবাইল ফোন ও ইন্টারনেট এর মাধ্যমে জানিয়ে দেওয়া  এবং স্বল্প সময়ে ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।</p>