<p>সকল শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় না , ফলে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জিত হয় না যার ফলে শিক্ষার্থী, অভিভাবক ও দেশ ক্ষতিগ্রস্ত হয় । অনিয়মিত উপস্থিতির কারনে শিক্ষার্থীর শিখন ঘাটতি থাকে, ফলে শিক্ষার্থীর শিক্ষা ভীতি বৃদ্ধি পায় এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে যার ফলে পুনরাবৃত্তি হয় অথবা ঝরে পরে । এজন্য দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয় ।</p>
<p style="margin-left:18.0pt">প্রতিটি শ্রেণীতে এলাকাভিত্তিক শিক্ষার্থীদের (৫-৭) টি দলে বিভক্ত করে প্রতিটি দলকে তাদের দলের সদস্যের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রদান করা ।</p> <p style="margin-left:18.0pt">সর্বাধিক উপস্থিত থাকা দলের সদস্যদের নাম শ্রেণীর দৃশ্যমান জায়গায় সপ্তাহ জুড়ে ঝুলিয়ে রাখা এবং প্রতি মাস শেষে সর্বাধিক উপস্থিত থাকা শ্রেণীকে জাতীয় পতাকা প্রদান এবং প্রতি তিন মাস পর অভিভাবক সমাবেশ করে সর্বাধিক উপস্থিত থাকা দলের সদস্য ও অভিভাবককে পুরস্কৃত করার মাধ্যমে শিক্ষারথীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করা । প্রতি মাসে কমপক্ষে একবার নৃত্য, গান, আবৃত্তি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করা । এলাকায় শিক্ষিত যুবক-যুবতীদের উদ্বদ্ধকরনের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিদ্যালয়ের দুর্বল শিক্ষার্থীর বিশেষ পাঠদানের মাধ্যমে মানোন্নয়ন করা ।</p>