প্রকল্প সমূহ

SMART ADDMISSION
সকল শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন

SMART ADDMISSION


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>পূর্বের পদ্ধতিতে রেজিষ্টারে শিশু জরিপের তথ্য লিপিবদ্ধ করে রাখার কারণে বছরে বছরে নতুন শিশু ভর্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। অভিভাবকরা সঠিক তথ্য জানতে পারেনা। কম বয়সের শিশুদের ভর্তি করা বা সঠিক সময়ে ভর্তি না করা। ফলে অভিভাবক ও শিক্ষার্থী উভয়েই ক্ষতিগ্রস্থ হন।পূর্বের পদ্ধতিতে রেজিষ্টারে শিশু জরিপের তথ্য লিপিবদ্ধ করে রাখার কারণে বছরে বছরে নতুন শিশু ভর্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। অভিভাবকরা সঠিক তথ্য জানতে পারেনা। কম বয়সের শিশুদের ভর্তি করা বা সঠিক সময়ে ভর্তি না করা। ফলে অভিভাবক ও শিক্ষার্থী উভয়েই ক্ষতিগ্রস্থ হন।</p>

<p>প্রতি বছর নভেম্ভর মাসের ১-১৫ তারিখের মধ্যে জরিপেরমাধ্যমে (সামাজিক জরিপ মডেল:শিক্ষক, অভিভাবক, গণ্যমাণ্য ব্যক্তি,কলেজের ছাত্র-ছাত্রী)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় বসবাসরত সকল পরিবার এর সকলশিশুর (০ থেকে ১৫ বছর)নাম, পিতার নাম,মাতার নাম, জন্ম তারিখ(জন্ম নিবন্ধন/টিকা কার্ড্ অনুযায়ী),অভিভাবকের মোবাইল নম্বর, ঠিকানা সম্বলিত একটি তথ্য ভান্ডার তৈরী করা হবে। এরপর ডিসেম্বর মাসের মাঝামাঝি ভর্তিযোগ্য অর্থাৎ ৫ বছর বয়সী সকল শিশুর নামের তালিকা প্রকাশ করে তালিকা টিএসএমসি, পিটিএ, শিক্ষিত অভিভাবক এবং স্টুডেন্টস কাউন্সিল এর মাধ্যমে এলাকায় প্রচারের ব্যবস্থা করা হবে। অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে আরও ব্যপক প্রচারেরব্যবস্থাকরবো।প্রচারেরজন্য মসজিদ এর ঈমামের সাহায্য নেয়া যেতে পারে। এলাকাভিত্তিক তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার ব্যবস্থা করা হবে। ভর্তিযোগ্য সকল শিশুর অভিভাবকদের নিকট এসএমএস এর মাধ্যমে ভর্তির সময় ও তারিখ জানিয়ে দেয়া হবে। ডিসেম্বর মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।জানুয়ারীর মাঝামাঝি ক্যাচমেন্ট এলাকা ও তার আশেপাশের বিদ্যালয়গুলোর সাথে ডাটা শেয়ারিং নেট্ওয়ার্কিং এর মাধ্যমে ডুপ্লিকেশন ও অভর্তিকৃত ছাত্র-ছাত্রী  চিহ্নিত করা হবে। এরপর হোম ভিজিটের মাধ্যমে তাদের ভর্তি নিশ্চিত করা হবে। </p> <p>প্রতি বছর নভেম্ভর মাসে শুধু নতুন জন্মগ্রহণ করা শিশুর নাম ডাটাবেজটিতে এন্ট্রি করলে ডাটাবেজটি আপডেট হয়ে যাবে। এবং খুব সহজে ভর্তি প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা যাবে। এতে করে শুধু প্রথম বছর একটু বেশি পরিশ্র্রম করতে হবে। এবং পরবর্তী বছর গুলোতে ৩দিন কাজ করলেই জরিপ ও ভর্তির কাজ শেষ করা সম্ভব হবে।</p> <p style="margin-left:18.0pt"> </p>