<p>দূর্গম পাহাড়ী জুমচাষ এলাকায় অস্থায়ী বসবাসরত সক্ষম দম্পতিগণ চাহিদা থাকা সত্বেও পরিবার পরিকল্পনা জন্মনিরোধক, মা শিশু স্বাস্থ্য পরিচর্যা সেবা সম্পর্কে বিস্তারিত অবহিত নন। দূর্গম এলাকা বিধায় সেবা হতে বঞ্চিত থাকে।</p>
<p><strong><u>প্রাক প্রস্তুতি:</u></strong> সক্ষম দম্পতি রেজিষ্ট্রেশন যথাযথভাবে সম্পূর্ণ করার জন AUFPO, FPI, FWA এর সমন্বয়ে সমন্বয়সভা করবে।</p> <p><strong><u>সক্ষম দম্পতির রেজিষ্ট্রেশন: </u></strong>ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন ভিত্তিক রেজিষ্ট্রেশন নির্ভূলভাবে ২ মাসের মধ্যে করা হবে।</p> <p><strong><u>পরিদর্শন: </u></strong>রেজিষ্ট্রেশন কার্যক্রম প্রথম ও দ্বিতীয় সারির সুপারভাইজারগণ যথাযথভাবে পরিদর্শন করবেন।</p> <p><strong><u>পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে অবহিতকরন সভা: </u></strong>অপূর্ণ চাহিদা পূরণের লক্ষ্যে সক্ষম দম্পতিদের মাঝে বিদ্যমান/কর্মরত জনবল (FWA, FPI, FWV) পরিবার পরিকল্পনা পদ্ধতি/উপকরণ সম্পর্কে অবহিত করবেন।</p> <p><strong><u>উদ্বুদ্ধকরণ সভা:</u></strong>অধিক জনসংখ্যা বাংলাদেশের অন্যতম সমস্যা। যার প্রভাব উন্নয়নের সকল স্তরের গতিকে বাধাগ্রস্থ করছে। পরিবার পরিকল্পনার গুরুত্ব, মা ও শিশু স্বাস্থ্য সেবা, জন্মনিরোধক প্রদান/সরবরাহ সেবা প্রাপ্তি সম্পর্কে উচ্ছিষ্ট জনগোষ্ঠিকে উদ্বুদ্ধ করা হবে।</p> <p><strong><u>সেবা গ্রহীতা নির্বাচন ও উপকরণ সরবরাহ:</u></strong> ক্যাপটরিয়া পদ্ধতিতে কাউন্সিলিং এর মাধ্যমে সেবাগ্রহীতাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে।</p>